Narrow selection

প্রকাশ্যে ইসলামের দাওয়াত


13:50:59 01/04/2025

প্রকাশ্যে ইসলামের দাওয়াত

তিন বছর পর যখন অধিক সংখ্যায় নর-নারী ইসলামে দীক্ষিত হতে লাগলেন এবং লোকসমাজে এর চর্চা হতে লাগল তখন আল্লাহ তায়ালা মহানবী সা. কে আদেশ করলেন যে, প্রকাশ্যে লোকদেরকে সত্যের বাণী পৌঁছান।

মহানবী সা. তৎক্ষণাৎ এই আদেশ আমলে আনলেন। মক্কার সাফা পর্বতে উঠে কুরাইশ গোত্রদের নাম ধরে ধরে আওয়াজ দিলেন। যখন সকল কুরাইশ গোত্র একত্রিত হল, তখন মহানবী সা. প্রথমে সকলকে জিজ্ঞেস করলেন যে, যদি আমি আপনাদেরকে এ সংবাদ দেই যে, শত্রু বাহিনী আপনাদের উপর আক্রমণ করতে আসছে এবং অচিরেই আপনাদের উপর আক্রমণ করে বসবে তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন?

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

 

একথা শ্রবণ করে সকলেই এক বাক্যে বলল, নিঃসন্দেহে আমরা আপনার সংবাদ পুরোপুরী সত্য মনে করব। কেননা, আমরা আজ পর্যন্ত আপনাকে মিথ্যা বলতে দেখিনি। এরপর মহানবী সা. ইরশাদ করলেন, আমি আপনাদেরকে খবর দিচ্ছি যে, আপনারা যদি বাতিল আকীদা (মিথ্যা বিশ্বাস) বর্জন না করেন তাহলে আপনাদের উপর আল্লাহ তায়ালার কঠিন শাস্তি আবধারিত। তিনি আরো বললেন, যতটুকু আমার জানা আছে, দুনিয়াতে কোন মানুষ নিজ সম্প্রদায়ের জন্য এর থেকে উত্তম কোন উপঢৌকন আনেনি, যা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। 

 

আমি আপনাদের জন্য দ্বীন ও দুনিয়ার কল্যাণ ও মঙ্গল এনেছি। আল্লাহ তায়ালা আমাকে আদেশ করেছেন যে, আমি আপনাদেরকে তার দিকে আহবান করব। আল্লাহর শপথ, আমি যদি সারা পৃথিবীর মানুষের সাথে মিথ্যা বলি তবুও আমি আপনাদের সাথে মিথ্যা বলব না। যদি সারা পৃথিবীর মানুষকে ধোঁকা দেই তথাপিও আমি আপনাদেরকে ধোঁকা দিব না। ঐ পবিত্র সত্তার শপথ, যিনি এক এবং যার কোন অংশীদার নেই। আমি আপনাদের কাছে বিশেষভাবে এবং সারা পৃথিবীবাসীর কাছে ব্যাপকভাবে রাসূল ও পয়গম্বর হিসাবে প্রেরীত হয়েছি । [দুরুসুস সীরাত পৃঃ১০]

 

সারা আরবের বিরোধিতা, শত্রুতা এবং মহানবী সা. এর অটলতা

দাওয়াত ও তাবলীগের এ ধারাবাহিকতা এভাবেই চলতে লাগল। আরবদের যখন একথা জানা হল যে, মহানবী সা. এর ওহীতে তাদের মূর্তির বাস্তবতা উন্মোচন হয়ে গেছে এবং মূর্তির পূজাকারীদের বেকুবপনা প্রকাশ পেয়ে গেছে, তখন তারা মহানবী সা. এর সাথে শত্রুতা করার জন্য উঠে পড়ে লেগে গেল। 

 

তাদের একটি দল মহানবী সা. এর চাচা আবু তালিবের কাছে আসল। যাতে তিনি মহানবী সা. কে এসব কথা থেকে বিরত রাখেন অথবা তার পৃষ্ঠপোষকতা বর্জন করেন। আবু তালিব তাদেরকে বেশ উত্তম আঙ্গিকে জবাব দিলেন এবং মহানবী সা. সেভাবেই সত্য বাণীর প্রচার ও প্রসারে ব্যস্ত থাকেন এবং মূর্তির পূজা থেকে লোকদেরকে নিষেধ করতে থাকেন। যখন আরববাসী এর উপর ধৈর্য ধরতে পারল না তখন তারা আবার আবু তালিবের নিকট আসল এবং কঠিনভাবে তার নিকট প্রস্তাব করল যে,হয়ত: আপনি আপনার ভাতিজাকে বিরত রাখবেন অন্যথায় আমরা সবাই আপনার বিরুদ্ধে যুদ্ধ করব, যতক্ষণ না দুই দলের এক দল নিশ্চিহ্ন হয়ে যায়।

 

সমস্ত আরব গোত্রের মুকাবালায় মহানবী সা. এর উত্তর ও দৃঢ়তা

এখন আবু তালিবের চিন্তা হল। তিনি মহানবী সা. এর সাথে এ বিষয়ে আলোচনা করলেন। মহানবী সা. বলেন, হে সম্মানিত চাচা, আল্লাহর শপথ, যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয় এবং এটা চায় যে, আমি আল্লাহ তায়ালার বাণী তাঁর সৃষ্টজীবকে না পৌঁছাই তাহলে আমি এর জন্য কখনও প্রস্তুত নই। এ পর্যন্ত যে, আল্লাহর দ্বীন লোকদের মাঝে সম্প্রসারিত হবে অথবা এর জন্য আমার প্রাণ দিয়ে দিব। আবু তালিব যখন এ অবস্থা প্রত্যক্ষ করলেন, তখন বললেন : ঠিক আছে, যাও তুমি নিজের কাজ করতে থাক। আমিও তোমার থেকে সাহায্য-সহযোগিতার হাত কোন সময় গুটিয়ে নিব না।

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color