Narrow selection

সারিয়ায়ে উসামা, অসুস্থতা ও মৃত্যু


সারিয়ায়ে উসামা, অসুস্থতা ও মৃত্যু

সারিয়ায়ে উসামা মক্কা মুয়ায্যামা থেকে ফিরার পর এগার হিজরীর ২৬ই সফর সোমবার হযরত মুহাম্মদ সা. জিহাদের একটি সারিয়া রূমীদের বিরুদ্ধে প্রেরণ করলেন। সেই সারিয়ায় হযরত আবু বকর, হযরত উমর রা. ও আবু উবায়দা রা. এর মত বড় বড় সাহাবীগণ শরীক ছিলেন। কিন্তু সেই সারিয়ার আমীর নির্ধারণ করা হয়েছিল হযরত উসামা রা. কে । ইহাই ছিল নবী কারীম সা. এর শেষ বাহিনী যাদের প্রেরণের ব্যবস্থাপনা স্বয়ং তিনি করেছিলেন। তাঁরা এখনও বিদায় নেননি,ইতিমধ্যে মহানবী সা. জ্বরে আক্রান্ত হয়ে গেলেন।

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

 

মহানবী সা. এর অন্তিম অসুস্থতা: ১১তম হিজরীর ২৮শে সফর রোজ বুধবার রাতে তিনি বাকীউল গারকাদ নামক কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য মাগফিরাতের দুআ করলেন। তিনি বললেন, “হে কবরবাসী, তোমাদের এই অবস্থা এবং কবরের অবস্থান বরকতময় হোক। কেননা,এখন পৃথিবীতে ফেতনার অন্ধকার ধেয়ে আসছে।” সেখান থেকে ফিরে আসলেন তখন মাথা ব্যথা ছিল। তারপর জর শুরু হল। এই জ্বর সহীহ বুখারীর বর্ণনা মতে তের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে ছিল এবং এতেই মৃত্যুবরণ করেন। সেই সময় তিনি তাঁর নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন পবিত্র স্ত্রীদের কক্ষে গমন করতে থাকলেন। যখন তাঁর অসুস্থতা দীর্ঘ ও মারাত্মক আকার ধারণ করল, তখন পবিত্র স্ত্রীদের থেকে অনুমিত নিলেন যে, অসুস্থতার দিনগুলোতে হযরত আয়েশা রা. এর কক্ষে থাকবেন। সকলেই অনুমতি দিলেন।

 

হযরত সিদ্দিক আকবরের ইমামত: ক্রমান্নয়ে অসুস্থতা এত মারাত্মক আকার ধারণ করল যে, তিনি মসজিদে যেতে পারছিলেন না। তখন তিনি ইরশাদ করলেন, সিদ্দিকে আকবরকে বল নামাজ পড়াতে। সিদ্দিকে আকবর প্রায় সতের ওয়াক্ত নামাজ পড়ালেন। ঘটনাক্রমে একদিন হযরত সিদ্দিকে আকবর ও হযরত আব্বাস রা. আনসারদের এক মজলিসের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা সকলেই ক্রন্দন করছিলেন।

 

কারণ জিজ্ঞেস করলেন। তারা বললেন, মহানবী সা. এর মজলিসের কথা স্মরণ করে আমরা ক্রন্দন করছি। হযরত আব্বাস রা. মহানবী সা. কে এ খবর দেন। মহানবী সা. তা শুনে হযরত আলী ও ফ্যলের কাঁধে ভর দিয়ে বাহিরে আসেন। হয়রত আব্বাস রা. আগে আগে ছিলেন। নবীজী সা. মিম্বরে উঠলেন; কিন্তু নিচের সিঁড়িতে বসলেন। উপর সিঁড়িতে চড়তে পারলেন না। তারপর প্রাঞ্জল ভাষায় ভাষণ দিলেন।

 

নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

 

No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color