Narrow selection

সহবাস করার নিয়ম কি? - Sohobas Korar niom


03:31:51 06/15/2024

সহবাস করার নিয়ম কি? সহবাসের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা

 

যে পদ্ধতি বা নিয়ম অনুসরণ করলে সহবাসে অধিক তৃপ্তি লাভ করা যাবে। তা নিম্নে উল্লেখ করা হলো:

সহবাসের সময় নিজেকে ভীত মনে করবেনা এবং ভয় পাবে না। তাহলে ভীত সন্তান জন্ম নেবে। সহবাসের সময় আপনি স্ত্রী ব্যতীত কারো ছবি মনে কল্পনা করবে না। সহবাসের সময় অন্য মহিলাকে স্মরণ করে সহবাস করলে নিজ স্ত্রীর সাথে সহবাস করলেও অন্তরের গোনাহ্ হবে।

 

এ সময় নিজের স্ত্রীকে কল্পনা করবে সহবাসের সময় কথাবার্তা যত কম বলা যায় ততই ভালো। সহবাসের সময় অধিক কথাবার্তা বললে সন্তানাদি অধিকাংশ ক্ষেত্রে তোতলা বোবা হয়ে থাকে। পশ্চিম দিকে মুখ করে সহবাস করবে না।

 

অনেকে সহবাসের সময় স্ত্রীর লজ্জাস্থান দেখে থাকে এটি খুবই খারাপ অভ্যাস। কেননা এর দ্বারা চোখের দৃষ্টিশক্তি কমে যায়। কখনো আত্মভোলা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সহবাসের সময় ধর্মীয় কোনো কিতাবাদি সামনে থাকলে সেগুলো কে কোন কিছু দ্বারা আবৃত করে রাখবে।

 

সহবাসের সময় কালো অন্ধকার ব্যাপারে বা সন্তানের চিন্তা করবেনা। এতে জন্মগ্রহণকারী সন্তান কালো ও অসুন্দর হওয়ার আশংকা রয়েছে। এ সম্পর্কে ”তানহায়ি কি বাত” কিতাবে বিশদভাবে আলোচনা করা হয়েছে।

 

সুতরাং নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা এবং সহানুভূতি থাকতে হবে এবং তাকে নিয়েই জীবন-যাপন করার কামনা থাকতে হবে। তাহলে জীবন সুখময় ও আনন্দে ভরৈ উঠবে। ইনশা আল্লাহ্। সহবাসের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পরে জীবন-যাপন করুন।

 

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color