সহবাস করার সঠিক স্থান বা নিয়ম - Sohobas Korar sthan o Niom
04:00:40 06/15/2024
সহবাস করার সঠিক স্থান বা নিয়ম: সহবাস করার জন্য নির্ধারিত কোন স্থান নেই সব জায়গায় সহবাস করা যাবে। তবে গোপন নির্জন স্থানে সহবাস করা উত্তম। ছাদবিশিষ্ট ঘরে এবং যেসব স্থানে লোকজনের বাচ্চাদের যাতায়াত নেই এমন স্থানে সহবাস করা উত্তম।
সহবাসের সময় ঘরে বিছানায় এমন কোন বাচ্চা রাখা ঠিক নয় যারা সহবাস বিষয়ে জ্ঞান রাখে বা এ বিষয়ে তারাও স্বাদ ও আনন্দ পায়। তবে কোন বাচ্চা যদি ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে সহবাসে কোন সমস্যা নেই।
যে ঘরে সহবাস করা হবে সে ঘরে যেন কোন জীবজন্তু না থাকে। মোটকথা সহবাসের জন্য নির্জন স্থান নির্বাচন করবে। খেয়াল রাখবে যেন কোনো অবস্থাতেই পায়ুপথে অর্থাৎ পিছনের রাস্তা দিয়ে সহবাস ভুলক্রমেও না হয়।
কারণ এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। হাদীসে এ রাস্তা দিয়ে সহবাস করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং সহবাসের পূর্ণ তৃপ্তি লাভ করতে চাইলে অবশ্যই নির্জন স্থান বেছে নিবে তাতে দীর্ঘ সময় সহবাস করা সম্ভব এবং সহবাসের পূর্ণ তৃপ্তি পাওয়া সম্ভব। আশা করি বিষয়টি সবাই মেনে চলবেন।