Narrow selection

​​​​​​​তাবলীগ করলে কি জান্নাতে যাওয়া যাবে? - Tabligh can go to heaven?


01:15:33 12/04/2023

তাবলীগ করলে কি জান্নাতে যাওয়া যাবে?

যারা তাবলীগ করে- তারা একমাত্র আল্লাহ ও রাসূলকে খুশী করার জন্যই করে। নিজের জান ও মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে একমাত্র মাওলায়ে কারিমের সন্তুষ্টির জন্যই। তাতে বিন্দুমাত্র দুনিয়াবী ও ব্যক্তিগত কোন স্বার্থ নাই । সুতরাং যে সকল ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে সর্বদা সন্তুষ্টি রাখার ফিকিরে গোটা জীবন পরিচালিত করে, তারা যে জান্নাতী তাতে কোন মুমিন ও মুসলমান সন্দেহ করতে পারে না। পক্ষান্তরে যারা বেঈমান, ইয়াহুদী ও নাসারাদের পোষ্য দালাল তথাকথিত সন্নী নামের লেবাস ধারী বেদাতী ও কবর মাজার পুজারীরাই আল্লাহর প্রিয় ও জান্নাতী বান্দাদের ব্যাপারে মনগড়া ও শয়তানী মন্তব্য করতে পারে।

আমি আশা করব- তাবলীগের কাজে নিয়োজিত জান্নাতী কাফেলাদের ব্যাপারে অযথা কেহ মন্তব্য করে নিজের আমল বরবাদ করব না। বরং যথাসম্ভব এই জান্নাতী কাফেলার সাথীদের সর্বাত্মক সহযোগীতা করে নিজেরাও জান্নাতে যাওয়ার পথ সুগম করার চেষ্টা করব ।

পরিশেষে বলব- সপ্ত মহাদেশ বিস্তৃত এ নবুওয়াতী কাজের উসুল অনুযায়ী আমীর বা শুরার পূর্ণ আনুগত্য রেখে নুন্যতম ৫ কাজ আমরণ অব্যাহত রাখেন তাহলে উক্ত আল্লাহর ঘোষণায় ও নবীর স্বচ্ছ ভাষায় শুধু নির্দোষ নয়, জান্নাত দেয়ার ওয়াদা রয়েছে বরং বিনা হিসেবে জান্নাত দেবার সুসংবাদও দিয়েছেন। দুটো শব্দ স্মরণার্হ, উদ্দেশ্য ও উপায়। ইসলামের উদ্দেশ্য একামাতে দ্বীন, আর রাজনীতি হচ্ছে তার উপায়।

উপায়'কে উদ্দেশ্য ভাবা বড় অজ্ঞতার কথা! উপায়কে উদ্দেশ্য ভাবা গাড়ীকে বাড়ী ভাবার বোকামী নয় কি? হায় গাড়ীর আশায় গোটা জীবনটাই তোমার স্টেশনে কাটিয়ে দেবে কি?রাজত্ব ও রাজনীতির মধ্যে ধর্মনীতি আদৌ ঢুকবেনা এ ধারণা যেমন ভুল তেমনি রাজনীতিকে ধর্মের মূল উদ্দেশ্য ভাবাও তদাপেক্ষা মারাত্মক ভুল। প্রকৃতপক্ষে ধর্মের আসল উদ্দেশ্য হচ্ছে, খোদার সাথে বান্দার সম্পর্ক সেটা তো গড়ে তোলা ।

তা বিকশিত হয় ই'বাদাত ও আনুগত্যের দ্বারা। রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতা এ উদ্দেশ্য অর্জনেরই একটা উপায় বিশেষ, তা না উদ্দেশ্যের বিকাশ, না একামাতে দ্বীনের উদ্দেশ্য তার ওপর নির্ভরশীল। সুতরাং, ইসলাম সেই রাজনীতি ও ক্ষমতা চায় যা উদ্দেশ্যের সহযোগী হয়, তার বিপরীত যে রাজনীতি-এ উদ্দেশ্য পুরনের পরিবর্তে আসল উদ্দেশ্যের মধ্যে রক্ত সৃষ্টি করে, করে ক্ষতবিক্ষত, তা ইসলামী রাজনীতি নয় ।

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color