Narrow selection

তাফসীরে কাশশাফ এর লেখকের জীবনী - Tafsire Kasshaf er Lekhok


14:03:22 06/10/2024

তাফসীরে কাশশাফ এর লেখকের জীবনী

মাহমুদ ইবনে উমর যমখশরী রহ.

জন্ম ও পরিচিতি : নাম মাহমুদ, ‍পিতার নাম উম। কুনিয়াত  আবুল কাছিম। লকব জারুল্লাহ ও নেসবত যমখশরী। তবে তিনি  জারুল্লাহ যমকশরী নামে অধিক পরিচিত ছিলেন। তিনি  খাওয়ারেজদের  বৃহত গ্রাম যমখশারে  ৪৬৭ হিজরীতে জন্মগ্রহণ করেন। এ জন্য তাকে যমখশারী বলা হয়।

 

ইসলামী পান্ডিতঃ  আরবী ভাষায় তিনি ছিলেন অধিক  দক্ষ। ইলমে মা’য়ানী, ইলমে বয়ান  ও আরবী ভাষায়  তাকে ইমামুদ  দুনিয়া বলা হতো। অন্যন্য  বিষয়ে তার যথেষ্ঠ দখল ছিল। তিনি মু’তাযালা মাযহাবের অনুসারী ছিলেন।

ইন্তেকালঃ ৫৩৮ হিজরীতে  জুরজান নামক গ্রামে  ইন্তেকাল করেন।

 

রচনাবলীঃ তিনি  বিভিন্ন  কিতাবপত্র  লিখেছেন।  তবে তিনি  তাফসীরে কাশশাফ রচয়িতা হিসেবে অধিক পরিচিত।

 

ইমাম মালেক রহ. এর জীবনী

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color