টাক পরা মাথায় চুল গজাবার ঔষধ
03:14:27 06/15/2024
টাক পরা মাথায় চুল গজাবার ঔষধ
১। রসুন বেটে প্রলেট দিলে টাক পড়া রোগ আরোগ্য হয়ে নতুন চুল গজায়।
২। গাভী দোহনকালে দুধের যে ফেনা হয়, সে ফেনার সাথে একটু চিটি মিশিয়ে টাকে মালিশ করবে। মাসাধিককাল এরূপ করলে টাক পড়া রোগ আরোগ্য হয়।
৩। ৪-৫টি সুপারী কুচি কুচি করে কেটে এক সের পানিতে ভালোভাবে সিদ্ধ করে সে পানি দ্বারা বেশ করে মাথা ধৌত করে মাথায় পেঁয়াজের রস মেখে দিলে টাক পড়া রোগ আরোগ্য হয়।
৪। পুরাতন সাজিনা গাছের ছালের রস মাথায় মালিশ করলে মাথার টাক রোগ আরোগ্য হয়।
৫। কালো গাভীর চনার সাথে জবা ফুল বেটে মাথায় মালিশ করলে টাক আরোগ্য হয়।