ফুটবল খেলা কি জায়েজ? - Football Khela ki Jaej
14:14:01 06/08/2024
ফুটবল খেলা কি জায়েজ?
ফুটবল খেলা শরীয়াত সম্মত না হলেও এই খেলা হয়ে উঠেছে ইসলাম প্রচারে এক বিশাল মাধ্যম। কারণ কাতার সরকার যা দেখিয়ে দিলেন মুসলমানদের সভ্যতা কেমন হয়। ইসলামে কোন জঙ্গিবাদ সন্ত্রাস নেই।
এবং তা সমর্থনও করেনা। এবং ডক্টর জাকির নায়েকের মাধ্যমে প্রমাণ করে দিলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম একমাত্র সুন্দর ও আদর্শবান ধর্ম। কেননা আল্লাহ তাআলা বলেন “ইসলাম-ই আমার নিকট একমাত্র ধর্ম।
কাতারের সরকার এক সাহসী ভূমিকা পালন করায় সেখানে খ্রিস্টানদের কালচার প্রচারণা করতে পারেনি, বরং ইসলাম বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করে বিশ্ব মানবতার মাঝে বুঝিয়ে দিলেন ইসলাম কত সুন্দর ও আদর্শবান ধর্ম। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকের প্রায় ৫ ঘণ্টাব্যাপী লেকচার বিশ্বের নানাদেশের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এবং হাজারো মানুষ ইসলাম গ্রহণ করেছে। আলহামদুল্লিাহ্।
এটা এক বিশাল সাহসিকতার সিদ্ধান্ত। কেননা অন্যান্য বছর ফুটবল খেলায় নগ্নতা, বেহায়াপনা, গান-বাজনা দিয়ে উদযাপন করা হয়। কিন্তু এবার কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় এবং ইসলামী লেকচার দিয়ে শুরু হয়। এতে ইসলামের পথে অনেক মানুষ এসেছে কাতারের সরকার অবশ্যই এর প্রতিদান আল্লাহ তায়ালার থেকে পাবেন। ইনশাআল্লাহ
ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর জীবনী