Narrow selection

নবীজির মদীনায় হিজরত


নবীজির মদীনায় হিজরত

 

কুরাইশ কাফেরদের যখন সমস্ত অবস্থা জানা হয়ে গেল, তখন তারা দারুন নুদওয়াতে পরামর্শের জন্য একত্রিত হল যে, এখন মহানবী সা. সম্পর্কে কি করা যায়? কেউ বন্দী করার মত দিল, কেউ দেশান্তরের। কিন্তু তাদের বিচক্ষণ ব্যক্তিবর্গরা বলল,এটা যথোচিত নয়। কেননা, বন্দী করা অবস্থায় তাঁর সাহায্যকারী ও সহযোগীরা আমাদের উপর আক্রমণ করে বসবে এবং আমাদের থেকে তাকে ছিনিয়ে নিবে। আর দেশান্তরের ক্ষেত্রে আমাদের জন্য সম্পূর্ণ ক্ষতিকর। কেননা, এ ক্ষেত্রে মক্কার আশ পাশের সমস্ত আরব মহানবী সা. এর চরিত্র মাধুর্য, মিষ্টি কথা ও পবিত্র বাণীর আসক্ত হয়ে যাবে এবং তিনি এসব লোকদেরকে নিয়ে আমাদের উপর আক্রমণ করে বসবেন। সীরাতে মুগলতাঈ

 

এজন্য হতভাগা আবু জেহেল এ মত দিল যে, তাঁকে হত্যা করা হোক। হত্যায় প্রতিটি গোত্রের একজন করে শরীক হবে, যাতে বনী আব্দে মানাফ (মহানবী সা. এর গোত্র) প্রতিশোধ নিতে অক্ষম হয়। সকলেই এই মতটি পছন্দ করল এবং প্রত্যেক গোত্র থেকে একেকজন করে এ কাজের জন্য নির্ধারণ করল যে, অমুক রাতে এ কাজ সম্পন্ন করা হবে।

 

এদিকে আল্লাহ তায়ালা মহানবী সা. কে তাদের পরামর্শের খবর জানিয়ে দিলেন এবং মহানবী সা. কে হিজরতের নির্দেশ দিলেন। যে রাতে কুরাইশরা তাদের নাপাক খিয়াল পূর্ণ করার ইচ্ছা করল এবং বিভিন্ন গোত্রের বহু যুবক মহানবী সা. এর বাড়ি বেষ্টন করে বসে গেল রাসূলুল্লাহ সা. সে সময় রাতে হিজরতের ইচ্ছা করলেন এবং হযরত আলী রা. কে বললেন, সে যেন মহানবী সা. এর খাটের উপর তাঁর চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেন, যাতে কাফেররা মহানবী সা. ঘরে না থাকার কথা জানতে না পারে।

 

এরপর মহানবী সা. ঘর থেকে বের হলেন। তখন দরজায় কাফেরদের এক মেলা বসছিল। মহানবী সা. সূরা ইয়াসীন পড়তে পড়তে বের হয়ে আসলেন। যখন আয়াত- فاغشيناهم فهم لا يبصرون পর্যন্ত পৌছলেন তখন এটাকে কয়েক বার পাঠ করলেন। ফলে আল্লাহ তায়ালা তাদের চোখে পর্দা ফেলে দিলেন। তারা মহানবী সা.কে দেখতে পেল না। মহানবী সা. সিদ্দিকে আকবরের বাড়িতে 

তাশরীফ আনলেন। তিনি প্রথম থেকেই প্রস্তুত ছিলেন। একজন পথ প্রদর্শক নিজেদের সাথে চলার জন্য প্রস্তুত করে রেখেছিলেন। সিদ্দিক আকবর মহানবী সা. এর সঙ্গী হলেন। বাড়ির পিছন দিকের রাস্তা দিয়ে উভয় বের হলেন এবং সওর পর্বতের দিকে তাশরীফ নিলেন। (সাওর মক্কার একটি পাহাড়)

 

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color