মহানবীর কবর
মহানবীর কবর
কবর মুবারক হাদীস শরীফ অনুযায়ী হযরত আয়েশা রা. এর কক্ষে খনন করা হল। যেখানে তিনি মৃত্যু বরণ করেছিলেন। আবু তালহা রা. কবর খনন করলেন। হযরত আলী, আব্বাস ও অন্যান্য সাহাবায়ে কিরাম মহানবী সা.কে কবরে রাখলেন। মহানবী সা. এর কবর এক বিঘত উঁচু করা হয়েছিল।
সংক্ষিপ্ত সীরাতে নববী বর্ণনা করার পর সমীচীন মনে হয়, মহানবী সা. এর উত্তম চরিত্রাবলীর কিছু অংশ সংক্ষিপ্তাকারে পেশ করা হোক। হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করবেন। আর এটা আল্লাহ তায়ালা কাছে মোটেই কঠিন কিছু নয়।
সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন