মহানবী সা. কে হত্যার পরিকল্পনা
05:15:40 01/06/2025
মহানবী সা. কে হত্যার পরিকল্পনা এবং মহানবী সা. এর সুস্পষ্ট মুজেযা
একদা মহানবী সা. কাবা শরীফের নিকট নামাজ পড়ছিলেন, যখন সেজদায় গেলেন আবু জেহেল সুযোগটি মূল্যবান মনে করে ইচ্ছা করল যে, পাথর দিয়ে মহানবী সা. এর মাথা মুবারক থেতলে দিবে। কিন্তু শত্রু যদি শক্তিশালী হয় রক্ষক আরো বেশী শক্তিশালী
যখন পাথর নিয়ে মহানবী সা. এর নিকবর্তী হল তখন হাত কাঁপতে লাগল । পাথর হাত থেকে পড়ে গেল। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। দৌড়ে নিজের দলের কাছে গিয়ে বলতে লাগল, যখন আমি তাঁর মাথার দিকে হাত বাড়ানোর ইচ্ছা করলাম তখন একটা আশ্চর্য আকৃতির উট মুখ হাঁ করে আমার দিকে আসতে লাগল। মনে হচ্ছিল আমাকে খেয়েই ফেলবে। আমি এমন অবয়বের উট আজ পর্যন্ত কোন দিন দেখিনি।
এটা ঐ ঘটনা যা কাফেরদের আসরে সকলের সামনে ঘটেছিল এবং স্বয়ং কাফেরদের নেতা আবু জেহেল তা স্বীকার করল।
আবু জেহেল,উকবা ইবনে আবু মুয়াইত, আবু লাহাব, আস ইবনে ওয়ায়েল, আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, ওলীদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস এরা সবাই সব সময় মহানবী সা. কে কষ্ট দেয়ার জন্য পেছনে লেগে থাকত। এদের কারো ইসলাম গ্রহণের তাওফীক হয়নি; বরং সবাই অত্যন্ত লাঞ্ছিত হয়ে ধ্বংস হয়েছে। কেউ বদর যুদ্ধে তরবারির আঘাতে নিঃশেষ হয়েছে। কেউ কঠিন ও যন্ত্রণাদায়ক পীড়ায় পঁচে গলে মরে গেছে।
সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি
এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন
নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?
সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন