Narrow selection

​​​​​​​সাধারণ নেতার চরিত্র - Typical leader character


02:33:32 12/04/2023

সাধারণ নেতার চরিত্র

নেতৃত্বদানকারী উপাদান প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান। তবে কোথাও সুপ্ত, কোথাও জাগ্রত; কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্ট; কোথাও কম, কোথাও বেশী ।

১. কতিপয় বালক খেলছিল। একজন বললো-আর খেলে কাজ নেই। চল্। বাড়ী যাই। সবাই খেলা ফেলে বাড়ী চলে গেলো।

 

 

১২. রাখাল বালক গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে। আবার গরুর পাল নিয়ে

ফিরে আসে।

সাপুড়ে সাপ নিয়ে খেলে। কিন্তু খেলার সময় বহু দর্শকের মনের নেতৃত্ব দেয়।

৪. নতুন বউ শ্বশুরবাড়ীতে এসেই সংসারের কর্তৃত্ব হাতে তুলে নেন

৫. পরিবারের কর্তা ব্যক্তি পরিবারের সার্বিক দিক পরিচালনা করেন বলেই নেতৃস্থানীয় ।

৬. এক্সিড্যান্ট করে রাস্তায় পড়ে থাকা লোকটাকে অপর এক ব্যক্তি তুলে নিয়ে মেডিকেল হাসপাতালে ভর্তি করালো।

৭. একজন অন্ধলোককে হাত ধরে পথ দেখালো আর এক ব্যক্তি ।

৮. একজন জীর্ণশীর্ণ বৃদ্ধকে কোলে করে বাড়ী পৌঁছে দিয়ে আসা হলো।

৯. দরিদ্র কন্যাভারগ্রস্ত পিতার কন্যার বিয়েতে সাহায্যের আবেদন জানিয়ে বিজ্ঞাপন দিলেন একজন সাংবাদিক।

১০. মৃত্যুপথযাত্রী রোগীকে রক্ত দান করলেন আবার অন্যদের রক্তদানের আহবান জানালেন।

নেট-ওয়ার্ক মার্কেটিং-এ নেতা-চরিত্র অর্জন করা সাধারণ নেতা চরিত্রের মতোই সরল সহজ একটি বিষয়। পার্থক্য হচ্ছে সাধারণ নেতৃত্বে-আপনি অন্যের জন্যে কিছু করলে নিজে কিছু পাবেন না অথবা আত্মস্বার্থে কিছু করলে অন্যরা বঞ্চিত হবে (You are others, not for you, or you are for you, not for others)। মার্কেটিং এ নিজে পেতে হলে অপরকে দিতে হবে। অথবা অপরকে দিলে আপনি পাবেনই (You are for others and so for you, or you are for you and so for others)

সাধারণ নেতা চরিত্রে বৈশিষ্ট্য গুলো সাতরকমের হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র নেতৃস্থানীয় কর্মীবৃন্দের গুণাবলী সম্পর্কে এরকমই বলেছেন আ/প্র(১৮)-৬৬] যথাঃ তাদের চাই-

1. Tendency of sincere unrepelling adherence. (অচ্যুত নিষ্ঠার আন্তরিক প্রবণতা)

2. presence of mind with common sense. (উপস্থিত বুদ্ধি ও সাধারণ বুদ্ধি)

3. Intelligent and untussling active aquisitve habits with apt use of time. (বুদ্ধিদীপ্ত নির্বিরোধ সক্রিয় অর্জনপটু অভ্যাস ও সময়ের

সদ্ব্যবহার)

4. Inquisitive responsive bend with educated adaptability. (অনুসন্ধিৎসু সাড়াপ্রবণ ঝোঁক এবং পরিশীলিত উপযোজন ক্ষমতা।) 5. Meditating Mosastic tendency. (ধ্যানমুখী সন্ন্যাসসুলভ মনোভাব) 6. Forbearing perseverance and painstaking attitude. (সহনশীল অধ্যবসায় এবং কষ্ট সহিষ্ণুতা)

7. Lack of inferiority and selfish expectant attitude. Over and

above these traints in their normal tenor, Sufficient general education is needed along with speaking power or atorich talent, writing capacity and charming exposition.

(হীনমন্যতা ও স্বার্থপর প্রত্যাশাশীল মানসিকতার অভাব। এইসব গুণের স্বাভাবিক ধরণ ছাড়া বাক পটুতা, বাগ্মিতা, লেখার ক্ষমতা এবং মনোমুগ্ধকর ব্যঞ্জনাসহ যথেষ্ট সাধারণ শিক্ষা প্রয়োজন)

MENTALITY

মনোবৃত্তি

মনোবৃত্তি দুই রকমের

(১) কর্মচারী মনোবৃত্তি (Slave mentality)

২) উদ্যোগপতি মনোবৃত্তি (Surrender mentality)

কর্মচারী মনোবৃত্তি

SLAVE MENTALITY

tio

১) পরের কাজ । তাই নিজেকে উজাড় করে দেবে না । হিসেব করে চলবে।

২) নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষায় থাকা।

৩) কাজের ধরণ হচ্ছে অনুকরণ। স্বকীয়তার অভাব ৪) শুধু পাওয়ার মানসিকতা, দেওয়ার নয়। ৫) অল্পতেই মনোভাব নেতিবাচক হয়ে যায়।

৬) অন্যেরা অনেক কিছু করে দেবে এমন প্রত্যাশা।

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color