আসলে নারী কিসে আটকায়? - What actually stops women?
00:54:56 12/04/2023
আসলে নারী কিসে আটকায়? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বা নেটিজেনদের মধ্যে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা হচ্ছে। বলা হচ্ছে ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়,বিল গেটসের টাকায়, তাহসানের কণ্ঠে, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায় কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। তাহলে কি কেউ বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’
হ্যাঁ; এ প্রসঙ্গে গোপন পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যা অনুসরণ করলে বা মেনে চললে অবশ্যই নারী আটকাবে। ইনশাল্লাহ এবং গোপন কথাটিও শেষে বলবো।
হজরত ইবনে আব্বাস ও হজরত ইবনে মাসউদসহ কতিপয় সাহাবি থেকে বর্ণিত আছে যে, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেয়ার পর হজরত আদম আলাইহিস সালামকে সেখানে জায়গা করে দেয়া হয়েছিল। কিন্তু সে সময় তিনি একাকী ছিলেন। সুতরাং তাঁর ঘুমের অবস্থায় হজরত হাওয়া আলাইহিস সালামকে তাঁর পাঁজর হতে সৃষ্টি করা হয়। জেগে ওঠে তাঁকে সামনে দেখতে পেয়ে জিজ্ঞাস করেন, তুমি কে? তুমি কেনইবা সৃষ্টি হলে? হজরত হাওয়া উত্তরে বলেন, ‘আমি একজন নারী, আপনার প্রশান্তির জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে।
উক্ত হাদিস থেকে বোঝা যায়, একজন পুরুষের সাথে নারীর সম্পর্কটা কতটা গভীর এবং আল্লাহ নারীদের সৃষ্টি করেছেন পুরুষের প্রশান্তির জন্য এবং পুরুষের মধ্যেও রয়েছে নারীদের জন্য প্রশান্তি।
একজন নারীকে ধরে রাখার
এক নম্বর উপায় হল: নারীর প্রতি ভালোবাসা। একজন নারী ভালোবাসার টানে, সারা জীবন বাবা-মা যাকে ভরণ পোষণ করেছে সে বাবা আমাকে ছেড়ে বন্ধুর হাত ধরে চলে যায় বহুদূর।
দুই নাম্বার: একজন সৎ নারীর মন খুবই নরম হয়ে থাকে, তাদের মন না ভাঙ্গা, তাদের প্রতি যত্নবান হওয়া, সন্দেহ না করা এবং শারীরিক ও মানসিক নির্যাতন না করা।
তিন নাম্বার: একজন পুরুষের কর্তব্য সাংসারিক চাহিদা মিটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে উপার্জন করা। অলস হয়ে বসে না থেকে চাকরি বা হালালভাবে জীবিকা নির্বাহ করা। অনেক সময় সংসার চাহিদা পূরণ না হলে ধীরে ধীরে ঝগড়া মনমালিন্য সৃষ্টি হয় একপর্যায়ে নারীদের সাথে বিচ্ছেদ ঘটে।
চার নাম্বার : একটি ইসলামিক পরিবার গঠন করা, নিজে ও পরিবারের অন্যান্য সকল সদস্যদের ইসলামী দীক্ষায় দীক্ষিত করা। পর্দা মেনে চলা নারীকে পর্দার গুরুত্ব বোঝানো। সে যেন পর পুরুষের সাথে ওঠাবসা না করতে পারে এমন ব্যবস্থা করা, কারণ একজন নারী যখন স্বামীকে ছেড়ে অন্য বন্ধুর সাথে চলাফেরা করে ধীরে ধীরে তার প্রতি মহব্বত তৈরি হয়, একপর্যায়ে দেখা যায় যে সন্তানাদি এবং স্বামীকে ছেড়ে চলে যায়। এজন্য ধর্মীয় অনুশাসন মেনে চলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঁচ নাম্বার : নারীর মন জয় করার জন্য যেমন অর্থ কড়ি দরকার, তেমনই তার জৈবিক চাহিদা মিটানোর জন্য পুরুষের সুস্থতা অপরিহার্য। একজন পুরুষ যদি তার স্ত্রীকে জৈবিক চাহিদা পূর্ণ করতে পারে, তার মনের ও দেহের খোরাক জোগাতে পারে, তাহলেই সে নারী তাকে ছেড়ে কখনো যাবে না। ইনশাল্লাহ