Narrow selection

সংখ্যালঘুর অধিকার কি? - What are minority rights?


00:45:06 12/04/2023

সংখ্যালঘুর অধিকার কি?

অনুরূপভাবে, অমুসলিমের অধিকার, সংখ্যালঘুর অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলাম সর্বপ্রথম পৃথিবীর বুকে স্থাপন করেছে। ইতিহাস স্বাক্ষী, বিভিন্ন অঞ্চলে ইসলামের শাসন যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিধর্মী রাষ্ট্রগুলো থেকে খ্রীষ্টানরা মুসলিম রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করার জন্য দৌঁড়ে আসতে শুরু করেছে । কারণ তারা জানে যে, আমি খ্রীষ্টান হয়েও খ্রীষ্টান রাষ্ট্রে নিরাপদ নই, যদি নিরাপত্তা পেতে চাই মুসলমানদের শাসনে, মুসলমানদের সাম্রাজ্যের মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। তার প্রমাণ স্পেনের ইতিহাস, তার প্রমাণ মরক্কোর ইতিহাস । 

তার প্রমাণ আরবের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, সেখানে দেখা যায়, ইটালি সহ নানা জায়গা থেকে খ্রীষ্টানরা নাগরিকত্ব গ্রহণ করার জন্য ইসলামের ছায়ায় চলে এসেছিল। তারা খ্রীষ্টান ছিল, কিন্তু মুসলমানদের শাসনগণকে তারা গ্রহণ করেছে। কারণ, তারা জানে, আমি আমার খ্রীষ্টান ভাইয়ের কাছে নিরাপদ নই, কিন্তু আমি মুসলমানের ছায়ায় অত্যন্ত নিরাপদ ।

সংখ্যালঘুর অধিকার ও অমুসলিমদের মর্যাদা ইসলামই সর্বপ্রথম ঘোষণা করেছে । আপনারা জানেন যে, আল্লাহ রাসূল একদা রাস্তার পার্শ্বে বসেছিলেন, মেশকাত শরীফে আছে, তার পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর রাসূল (সাঃ) দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন,

ইয়া রাসূলুল্লাহ্, আপনি দাঁড়ালেন? jlis gil এটাতো ইহুদীর লাশ, আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর রাসূল বললেন না যে, তোমরা আমাকে একটু আগে বলে দিবেনা? দাঁড়ানোর আগেই আমাকে ইশারা করবেনা যে, এটা ইহুদীর লাশ যাচ্ছে? তবে আমি বসে থাকতাম? দাঁড়াতামনা? আল্লাহর নবী এমন বলেননি, আল্লাহর নবী কি বলেছেন? হাদীসের ভাষায় হ্যাঁ, এটা ইহুদীর লাশ তবে, Lundi Call” এটা কি একটি প্রাণীয় নয়? এটা কি আদম সন্তান নয়? মানুষ হিসেবে তার এতটুকু মর্যাদা নেই? তার শেষ বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর নবী একজন ধর্ম-মত বিরোধীকে মর্যাদা দান করার জন্য দাঁড়িয়ে গেলেন, লাশকে দাঁড়িয়ে বিদায় জানালেন। সাহাবায়ে কেরামকে উপদেশ দান করেছেন। 

কোন অমুসলিম যেন নির্যাঅতিত না হয় । আল্লাহর রাসূল বলেছেন- কেউ যদি কোন সংখ্যালঘুকে আঘাত করে, কষ্ট দেয়, কর্মচারী নিয়োগ করে তার সাধ্যের বাহিরে কাজ চাপিয়ে দেয়, আমি তার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবো। মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দায়ের করবেন । হাদীছে আছে, যে কোন অমুসলিম নাগরিককে হত্যা করবে সে জান্নাতে স্থান পাবেনা ।

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color