সামাজিক অধিকার কি? - What are social rights?
00:49:52 12/04/2023
সামাজিক অধিকার কি?
সমাজে ইজ্জতের সাথে বাস করা এবং জান, মাল ও ইজ্জতের হেফাজত করার নিশ্চয়তা হচ্ছে সামাজিক অধিকার । আল্লাহর রাসূল বলেছেন, খবরদার! একজন মানুষ অন্যজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেনা, কেউ যদি হত্যা করে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন :
كانما قتل الناس جميعا
অন্যায়ভাবে একজন মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন সকল মানুষকে হত্যা করল। তার অপরাধ অত্যন্ত জঘন্য। কারণ, একজন মানুষকে হত্যা করার মাধ্যমে সকল নাগরিকের নিরাপত্তাকে সে নষ্ট করলো। সকল মানুষই আতংকে থাকবে, আমিওতো নিহত হতে পারতাম। এই লোকের দোকান ডাকাতি হলো আমার দোকানওতো ডাকাতি হতে পারে। সব দোকানে নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে। জানের হেফাজত, মালের হেফাজত, ইজ্জতের হেফাজত মানুষের ন্যায্য পাওনা ।
আল্লাহর রাসূল বলেন- হে মানুষ! আজকের এই মাস কোন মাস? আজকের এই দিন কোন দিন? আজকের এই তারিখ কোন তারিখ? আজকের এই জায়গা কোন জায়গা? সাহাবায়ে কেরাম বললেন- এটা কেমন প্রশ্ন? আমরা মনে করলাম, আল্লাহর রাসূল মনে হয় আজকের দিনের নতুন কোন নাম রাখবেন, আমরা মনে করলাম, আল্লাহর নবী এই মাসের নতুন কোন নাম রাখবেন, সাহাবায়ে কেরাম বললেন- এই মাস হলো জিলহজ্ব মাস, আজকের এই দিন হলো আরাফার দিন, ৯ই জিলহজ্ব ।
আজকের এই জায়গা হলো পবিত্র জায়গা আরাফাতের প্রান্তর । আজকের এই দিন হলো জুমার দিন । আল্লাহর রাসূলের বিদায় হজ্বের সময় জুমাও ছিল এবং নবম তারিখও ছিল, আরাফার দিনও ছিল । আল্লাহর রাসূল বলেন, এই দিন, এই মাস, এই তারিখ যেমন পবিত্র তেমনি প্রতিটি মানুষের রক্ত পবিত্র, অন্যায়ভাবে কারো রক্তপাত করা যাবেনা ।