এপ্রিল ফুল কি? - What is April fool?
02:56:12 12/04/2023
এপ্রিল ফুল কি?
এপ্রিল মাস যখন আসে, মুসলমানদের অন্তরে দুঃখজনক ও ট্রাজেডিপূর্ণ এক ইতিহাস ভেসে উঠে। মুসলমানরা যখন সে ইতিহাস পড়ে ও শুনে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। এপ্রিলের প্রথম তারিখ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে 'এপ্রিল ফুল' নামে পালিত হয়। এটা এক ধরণের জোক, এক ধরণের খেলা । এপ্রিল মাসের প্রথম তারিখে একজন মানুষ আরেক জন মানুষকে বোকা বানানোর চেষ্টা করে । ফুল (Fool) শব্দের অর্থ হচ্ছে বোকা। এপ্রিল মাস উপলক্ষে একজন আরেকজনকে বোকা বানানোর তামাশাকে বলা হয় এপ্রিল ফুল । আমাদের দেশে যুবক এবং ছাত্ররা এপ্রিলের প্রথম তারিখে এই তামাশা করে থাকে ।
ঘরের ডাইনিংয়ে, বিশ্ববিদ্যালয়ের হলে, বিভিন্ন জায়গায় একজন আরেকজনের সাথে ঠাট্টা-মশকরা করে থাকে। বিশেষ করে বড় বড় হোটেল গুলোতে, অনেক রকমের খেল-তামাশা এপ্রিলের ১ম তারিখে হয়ে থাকে। বাংলাদেশের যে ভাইয়েরা প্রবাসে বাস করেন, বিদেশে তারা এই ধরণের খেলা নিজ চোখে দেখতে পান। আমাদের দেশের সাধারণ পর্যায়ে এটা প্রচলিত না হলেও কিছু কিছু পর্যায়ে এই খেলা প্রচলিত। মনে করুন, এপ্রিলের প্রথম তারিখে আমি আপনাকে গিয়ে খুবই বেদনাদায়ক একটা ঘটনা শুনালাম । শুনানোর পর আপনার চেহারা কালো হয়ে গেল। কান্নাকাটি শুরু হল ঘরে। তারপর হেঁসে আমি বললাম যে, আজকে এপ্রিলের প্রথম তারিখ।
অর্থাৎ আমি যে ঘটনা বললাম সেটা বাস্তব ঘটনা নয়, ধোঁকা দেয়ার জন্য বলেছি । বোকা বানানোর জন্য এ কাজ আমি করেছি। একইভাবে আমি আপনাকে একটা পানের প্যাকেট দিলাম, চকলেটের প্যাকেট দিলাম, আপনি খুব আগ্রহের সাথে নিলেন । আপনি মনে করেছেন বাস্তবে ভিতরে পান কিংবা চকলেট আছে । খুলে দেখলেন, ভিতরে কিছুই নেই । আপনি বোকা বনে গেলেন। তখন আপনি বুঝতে পারলেন আজকে এপ্রিলের প্রথম তারিখ। তাই আপনাকে বোকা বানানোর জন্য এই আয়োজনটুকু করা হয়েছে ।
এপ্রিল ফুলের রহস্য :
প্রশ্ন জাগে, এপ্রিলের প্রথম তারিখ এই কাজ কেন করা হয়? এর পিছনে রহস্য এবং কারণ কি? এ বিষয়ে যেসব রেফারেন্স বুক আমরা পড়তে পারি তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা । বিশাল এই গ্রন্থে বিশ্বের প্রায় সব বিষয়ে তত্ত্বজ্ঞান খুঁজে পাওয়া যায় । ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার ৮ম খন্ডের ২২২ নং পৃষ্ঠায় ইংরেজী সংস্করণে, এপ্রিল ফুল পালন করার কারণ এবং রহস্য বর্ণনা করা হয়েছে।
ফ্রান্স হতে এর উদ্ভব :
তার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এপ্রিল ফুল পালন করার প্রচলন এসেছে ফ্রান্স থেকে । ফ্রান্সের মানুষ এই কাজ সূচনা করে। ফ্রান্সে ১৭০০ শতাব্দী পূর্বে বছরের সূচনা করা হত এপ্রিল মাস থেকে । আমরা বর্তমানে বছরের সূচনা করি জানুয়ারী থেকে, জানুয়ারী থেকে ডিসেম্বর একটি বছর। কিন্তু তারা বছর পালন করত এপ্রিল মাস থেকে । এপ্রিল শব্দটা গ্রিক শব্দ, ইউনানী শব্দ। ফ্রান্সের মানুষ একটি দেবতাকে পূজা করত। তাদের সম্মানিত দেবতার নাম হচ্ছে এপ্রিল । দেবতার নামে তারা বছরের গণনা শুরু করত।
এপ্রিল মাস যখন আসে তখন তারা দেবতার সম্মানে নানা ধরণের আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনার আয়োজন করে থাকে। সে আনন্দ উৎসবের একটি হল একজন আরেক জনকে ধোঁকা দেয়া, বোকা বানানো। এটা তাদের খেলার একটি অংশ। তাহলে এপ্রিলের প্রথম তারিখ ফ্রান্সের লোকেরা বছরের গণনা শুরু করত, দেবতার নাম এপ্রিল, সে উপলক্ষে পূজার আয়োজন করত, খুশি-তামাশা করত, এই কারণেই এটা সমাজে প্রচলিত হয় এবং ফ্রান্সে উদ্ভব হলেও সারা পৃথিবীতে এটা পালিত হয়। তাহলে এর মূল উৎসস্থল হচ্ছে ফ্রান্স। একটি প্রতিমাকে খুশি করার অংশ হিসেবে এপ্রিল ফুল পালিত হত।
ঋতুর পরিবর্তন হতে এপ্রিল ফুল :
“ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা' প্রথম খন্ডের আরেকটি আর্টিক্যালে এপ্রিল ফুল সম্পর্কে অপর আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে। ২১শে মার্চ থেকে আরম্ভ করে ইউরোপে ঋতুর মাঝে পরিবর্তন শুরু হত। অর্থাৎ ২১শে মার্চের আগে শীত থাকত, ২১শে মার্চ থেকে প্রকৃতির মধ্যে একটি পরিবর্তন আসত, তখন লোকেরা মনে করত প্রকৃতি আমাদের সাথে তামাশা করছে ।
এতদিন এক রকম ছিল এখন অন্য রকম হয়ে গেছে। এপ্রিল মাস যখন আসত প্রকৃতি পুরা পরিবর্তিত হয়ে যেত । তখন এপ্রিল মাসের প্রথম তারিখ তারা মনে করত যে, প্রকৃতি যখন আমাদের সাথে তামাশা করছে, আমরাও একজন আরেকজনের সাথে তামাশা করব। তখন তারা এপ্রিলের প্রথম তারিখে এই ঘটনার প্রচলন ঘটাল । এটা হচ্ছে দ্বিতীয় কারণ ।