প্রগতিশীলতা কি? - What is progressivism?
02:28:12 12/04/2023
প্রগতিশীলতা কি? পর্দা প্রগতিশীলতা
আজকাল আমাদের শিক্ষিত সমাজকে দেখা যায় তারা নামায ঠিকই পড়ে। তারা ইসলামী আলোচনা ভালই শুনেন। কিন্তু নিজের মেয়ে বা নিজের স্ত্রীকে শরীয়তের আবরণে শালীন ভাবে রাখার প্রয়াস পাননা । তারা আল্লাহর গুরুত্বপূর্ণ একটি বিধানকে লঙ্ঘন করছেন। এই বিধানের লঙ্ঘন এক ব্যক্তির উপর অশুভ প্রভাব বিস্তার করেনা। এই বিধানের লঙ্ঘন পুরা সমাজকে ধ্বংস করে। সমাজকে স্পর্শ করে।
আমি অবাক হই, আমি একজন রুচিশীল ব্যক্তি আমার মেয়েকে কোন এক এমডি সাহেবের পি, এ হিসেবে চাকরী করার অনুমতি দেই কি করে ? ! শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে তারা এক সাথে কাজ করে। আমি নিজেকে প্রগতিবাদী মনে করছি? আমার চেয়ে অশালীন, অরুচির মানুষ আর কে হতে পারে? আমার বোন, মেয়ে বা স্ত্রীকে আমি ঘর থেকে বের হতে দেই, নানা ধরণের প্রসাধনী দ্বারা সেজে তারা বের হয়। আমি মনে করছি আমি প্রগতির বাহক। আমি আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন পার্টিতে যাচ্ছি, স্ত্রীও আমার সাথে একই ভাবে বিভিন্ন পার্টিতে অংশ নিচ্ছে অনাবৃত হয়ে এং প্রসাধনী ব্যবহার করে। আমার কলিগদের সাথে তিনি আড্ডা দিচ্ছেন, আমার অন্তরে সামান্যও বেতৃষ্ণা রেখাপাত করেনা ।
কারণ, আমি প্রগতির ধারক! আমি বলতে চাই, এটা প্রগতি নয়, এটা পশ্চাৎপদতা, বেহায়াপনা, নির্লজ্জতা ও রুচিহীনতা। এসব আমাকে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। আমার স্ত্রীকে, আমার মেয়েকে দেখে মোড়ে বসে থাকা বখাটে ছেলেগুলো বিদ্রূপ করুক, বাজে মন্তব্য করুক, শীষ দিক, এগুলোকে যদি আমি প্রগতি মনে করি। হ্যাঁ, এরকম প্রগতিই আমাকে অন্ধকার গভীর কূপে নিক্ষিপ্ত করবে । আর যদি আমি মনে করি এটা আমার জন্য অপমান, তাহলে আমাকে অবশ্যই শরীয়তের গন্ডিতে আসতেই হবে। মনে রাখতে হবে, পর্দা ব্যবস্থা প্রগতি বিরোধী নয়। এটি হচ্ছে ইজ্জত, সম্মান এবং শালীনতা।
আজকে পর্দাকে উপক্ষো করার কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ যে কত অন্ধকারে যাচ্ছে আপনি টের পাবেন না। সমাজের রন্দ্রে রন্দ্রে অপবিত্রতা-অশালীনতা প্রবেশ করছে। আর আমাদের সমাজকে ঘুনে ধরে যেন শেষ করে দিচ্ছে। এজন্য আমি বলতে চাই সূরায়ে নূরের ত্রিশ নং আয়াত পড়ুন, বাসায় গিয়ে কোরআনের তাফসীর খুলবেন এবং নিজের স্ত্রীকে হুবহু এই আয়াতের অনুবাদ শুনাবেন, আমি এই দায়িত্ব সকলের কাঁধে দিয়ে দিলাম এবং আমি আল্লাহর দরবারে বলব, জুমার নামাজে শত-সহস্র মুসল্লীকে সূরায়ে নূরের এই আয়াত সরাসরি কুরআন থেকে আমি শুনেয়েছি। কেন তারা তাদের পরিবারকে শুনাইনি?