Narrow selection

​​​​​​​নেতা হওয়ার উপায় কি? - What is the way to be a leader?


02:38:18 12/04/2023

নেতা হওয়ার উপায় কি? নেতার চরিত্র ও বৈশিষ্ঠ : ‘নেতা' শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নীত হওয়া এবং নীত করা। Leaded by some Ideal and lead someone to Ideal. যিনি আদর্শ অনুসরণ করেন এবং আদর্শের দিকে অন্যদের পরিচালনা করেন ।

একজন মানুষ নেতা হয় দুইটি কারণে-

১। জন্মগত কারণ

২। অনুশীলন।

১। জন্মগত কারণ : জন্মসূত্রে নেতৃত্বের গুন খুব কম লোকেরই থাকে। তবে কারো কারো থাকেই । এটা God gifted. বিভিন্ন ধর্মের প্রবর্তক। তাঁরা সবাই জন্মসূত্রেই নেতা ছিলেন। তাঁদের স্কুল কলেজের লেখাপড়া ছিল না। কিন্তু তাঁদের বাণী ও শিক্ষা হাজার হাজার বছর ধরে কোটি কোটি লোককে ধর্মীয় নৈতিকতার ভিতরে পরিচালনা করছে।

টাকা কামানোর সহজ উপায়

২। অনুশীলন: ৮০% লোক নেতা হয় অনুশীলনের জোরেই- Practice makes a man perfect। মার্কেটিং এর যারা শীর্ষে উঠেছেন এমন অনেকেই শুরুর দিকে নেতা ছিলেন না। ব্যবসা বাড়ানোর সাথে সাথে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তারা সফল হয়েছেন আর সফল ব্যক্তিরা অন্যদের আকর্ষণ করে। একজন সফল ব্যক্তিকে সবাই অনুসরণ করে। নিজের কোম্পানীতে আপনি সফলতা অর্জন করুন, দেখবেন লোকজন আপনার দৃষ্টান্ত ডুপ্লিকেট করে আপনাকে অনুসরণ করছে। নিজের ব্যবসা নিয়ে উত্তেজিত বোধ করুন। 

এখন পর্যন্ত এ বিষয়ে কিছু না জানলেও লোকের সাথে কথা বলুন। তারা আপনার উত্তেজনা দেখুক। এইভাবে করতে করতে আপনি শিখবেন এবং এক সময় হয়ে উঠবেন মার্কেটিং সিষ্টেমের নামকরা নেতা। কারণ, তখন আপনার চরিত্রে এমন কিছু থাকবে যা দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে।

আদর্শ নেতা:

আদর্শ নেতা হতে চান? তবে আপনার আদর্শের প্রতিনিয়ত অনুগত থাকুন। আপনার আদর্শ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেতা হতে চাইলে সফলতার নজির স্থাপন করুন। চিন্তা, কথা এবং কাজে সাবধান হতে হবে। সংযত থাকা প্রয়োজন । কারণ আপনার টিম সেই কথা এবং কাজটিকে ডুপ্লিকেট করে ফেলতে পারে।

নেতার থাকবে একটা অভীষ্ট লক্ষ্য। তার দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক। সম্ভাব্য খদ্দেরের সঙ্গে তার ব্যবহার হবে হৃদ্যতাপূর্ণ। ডাউনলাইনে যারা কাজ করেন তাদের আত্মবিশ্বাস বাড়াবেন, শক্ত ভিত্তির উপর ব্যবসাটা দাড় করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবেন। কখনো তাদের নিরুৎসাহিত করবেন না।

BE A LEADER AND BUILD LEADER. নেতা হোন এবং নেতা তৈরি করুন।

নেটওয়ার্ক মার্কেটিং-এ সফল হওয়ার মূল রহস্য কি? রহস্য হচ্ছে ডাউন লাইনে একটানা লিডার তৈরি করা। লিডার তৈরি করবেন সর্বাগ্রে নিজেকে এবং তারপর ডাউন লাইনের প্রত্যেককে। ধাপে ধাপে। ক্রমে ক্রমে। যদি ডাউন লাইনের লিডার তৈরিতে সাকসেসফুল না হতে পারেন তবে আপনার বিজনেস এক সময় পথে বসে যাবে। তাই মার্কেটিং এর দশ কথার এক কথা লিডার তৈরি করুন। লিডার তৈরি করার উপায় হলো নিজেকে লিডার করা এবং অন্যদের কপি করতে শেখানো। লিডার হতে হলে আপলাইনের দক্ষ লিডারকে কাঁটায় কাঁটায় Follow করুন।

নীচের কথাগুলো কাজে লাগানঃ

1. Build two leader each side of your center (ব্যবসা কেন্দ্রের প্রতি সাইডে ২ জন করে লিডার তৈরি করুন)

2. Teach them how to build leader (নিজে যা জানেন সবাইকে তা জানতে এবং শিখতে সাহায্য করুন)

3. Teach the down line to duplicate you. (নিজে যা জানেন সবাইকে তা জানতে এবং শিখতে সাহায্য করুন),

4. Help 4 (four) down lion to cross two level each week. (ডাউন লাইনের ৪ জনকে প্রতি সপ্তাহে ১ লেভেল অতিক্রম করতে সাহায্য করুন)

5. QUALLFLED LEADER

Leader শব্দটির অর্থ ব্যাপক। যেমন---

L- Loyal to his Ideology [আদর্শের প্রতি অনুগত

E- Educated [বিদ্বান-যে জানে। লেখাপড়া জানা (literated) লোক নয়]

A- Affectionate to Associates [অধীনস্থদের প্রতি স্নেহশীল]

D. Determined [দৃঢ় প্রতিজ্ঞ), Dutiful [কর্তব্য পরায়ণ), Dedicated (ত্যাগী), Dear to all (সবার প্রিয়)।

E- Efficient, Enthusiastic (দক্ষ, উদ্দীপিত)

R- Responsible, Reliable (দায়িত্বশীল, যার উপর নির্ভর করা যায়)

একজন পরিবেশককে ব্যবসাক্ষেত্রে একজন সফল লিডার হতে হলে কমপক্ষে

উক্ত গুণগুলো অর্জন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তবেই, নিজের উন্নয়নের পাশাপাশি পুরো টিমের লক্ষ্য অর্জন সহজতর হবে। উক্ত গুণগুলো অর্জন করতে হলে কমপক্ষে ১৬টি সদগুণ চরিত্রগত করা জরুরী।

যথাঃ

১) মধুর চরিত্র

২) পরিবেশগত জ্ঞান

৩) বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান তৈ চাননি।

৪) ধৈর্য

৫) প্রজ্ঞা ও দূরদৃষ্টি

৬) সততা

৭) আন্তরিকতা

৮) শ্রমকুশলতা ও সহিষ্ণুতা

৯) ব্যক্তিত্ব

১০) কর্মীযোগাযোগ

১১) আত্মত্যাগ

১২) সদাচরণ

১৩) কুশল বিনিময় 

১৪) সাংগঠনিক দক্ষতা

১৫) উৎসাহদান এবং

১৬) কৃতজ্ঞতা।


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color