তাবলীগ করবো কেন? - Why Tabligh?
01:42:55 12/04/2023
তাবলীগ করবো কেন?
মহান আল্লাহর উপরোক্ত ঘোষণা সতর্কবাণীর কারণে মহানবী (সাঃ) বিদায় হজ্বের ভাষণের শেষে সে হজ্বে অংশগ্রহণকারী সকল মুসলমানদেরকে সামনে নিয়ে বলেছিলেন-
অর্থাৎ- আল্লাহর কাছ থেকে আমার কাছে আসা সব কথা আমি কি তোমাদের কাছে তাবলীগ করেছি? যথাযথভাবে পৌছে দিয়েছি? তখন উপস্থিত সোয়া লক্ষ্য সাহাবায়ে কিরামগণ সমন্বয়ে বলে উঠলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল (সাঃ) আপনার কাছে আসা সব বিষয়ই আপনি আমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ (সা:) উপস্থিত সকলের কাছে তাঁর রেখে যাওয়া এই আমানত কিয়ামত পর্যন্ত আগমনকারী মানবজাতির কাছে এবং যারা তখন সেখানে ছিল না তাদের কাছেও পৌঁছে দেয়ার জন্য ঘোষণা করেন-
فَلْيُبَلِّغُ الشَّاهِدُ الْغَائِبَ مِنْكُمْ
অর্থাৎ, আমার থেকে প্রাপ্ত দ্বীনের বিষয়গুলো তোমরা এখানে অনুপস্থিতদের কাছে তাবলীগের মাধ্যমে পৌছে দাও।
উপরোক্ত আলোচনাসমূহের মধ্যে লক্ষ্যনীয় হচ্ছে, মহান আল্লাহ তাঁর রাসূলকে বলেছেন, হে নবী! মহান আল্লাহর উপরোক্ত বাণীর উপর আমল করে তাঁর সময়ে বিদ্যমান সকলের কাছে তাবলীগ করেছেন। দ্বীনের প্রতিটি বিষয় যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। সর্বশেষে মৃত্যুর পূর্বে শেষ হজ্বের ভাষণে উপস্থিত সকলের সামনে উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, আজ থেকে তোমরা আমার এই বিষয়গুলোকে অনাগত লোকদের কাছে পৌঁছে দাও । তাদের কাছে তাবলীগের দায়িত্ব কার? কোন নবীর উপর, না সমগ্র উম্মতের উপর? সমগ্র উম্মতের উপর। কিসের তাবলীগ? মহান আল্লাহর দ্বীনের তাবলীগ । আল্লাহর পথের দিকে মানুষদেরকে আহ্বান করার তাবলীগ জান্নাতের দিকে লোকদেরকে ডাকার তাবলীগ ।