কওমের দুশমনির সূচনা ও আবু তালিবের সান্ত্বনা - abu taleber jiboni
06:25:50 12/11/2023
কওমের দুশমনির সূচনা ও আবু তালিবের সান্ত্বনা : রাসূলে আকরাম (স.) আল্লাহ তাআলার নির্দেশে হকের প্রচারের দাওয়াত শুরু করলেন। মানুষকে ইসলামের দিকে ডাকতে লাগলেন। কিন্তু কওমের কেউ কিছু তখনো তাকে বলছিল না। বাদবাকি যেই দিন থেকে রাসূরে আকরাম (স.) তাদের মাটি আর পাথরের নিজ হাতে বানানো মূর্তির আলোচনা-সমালোচনা করতে শুরু করলেন, তখন তারাও রাসূলে আকরাম (স.) এর সঙ্গে দুশমনি ও বিদ্বেষ আরম্ভ করল।
আবু তালিব রাসূলে আকরাম (স.) এর সাহায্যের জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি প্রথমে তাকে নিষেধ করেছিলেন এবং তার সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রাসূলে আকরাম (স.) যখন তাঁর দাওয়াতী কাজ অব্যাহত রাখলেন, তখন আবু তালিবও তাকে হিফাযতের দায়িত্ব আঞ্জাম দিয়ে চললেন দৃঢ় ও সুন্দরভাবে।
কিছুদিন পর কুরাইশের একটি প্রতিনিধিদল আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব! তোমার ভাতিজা আমাদের ইলাহদেরকে গালি দিয়েছে। আমাদের দীন-ধর্মের নিন্দা করে বেড়িয়েছে, আমাদের জ্ঞানীদেরকে বোকা সাব্যস্ত করেছে আর আমাদের বাপ-দাদাদেরকে গোমরাহ আর পথভ্রষ্ট আখ্যা দিয়েছে।
এখন হয়ত তুমি তাকে বারণ করে রাখো, নয়তো আমাদের ও তার মাঝখান থেকে তুমি নিজে সরে যাও। কেননা তুমিও তো আমাদের ধর্ম আর আমাদের আকীদার লোক। তখন আবু তালিব তাদেরকে ভালোয় ভালোয় ও নরম ভাষায় কোনোরকম বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। তারা চলে গেল।
রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবু তালিব
কুরাইশরা রাসূলে আকরাম (স.) এর প্রতি বিদ্বেষ আরও চরমে তুলল। একে অপরের সঙ্গে দিনরাত এই ব্যাপারে আলোচনা করতে লাগল। তারা আবার আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব! আমরা তোমাকে মুরব্বী হিসেবে সম্মান করি। আর তাই আমাদের আশা ছিল- তোমার ভাতিজাকে তুমি নিয়ন্ত্রণে রাখবে। তাকে নিষেধ করবে। কিন্তু তুমি তা করোনি। আল্লাহর কসম! আমাদের পূর্বপুরুষদেরকে গোমরাহ বলা, আমাদের প্রভুদের সমালোচনা করা এতদিন আমরা মেনে নিয়েছি। কিন্তু এখন থেকে আর মানব না। এখন হয়তো তাকে শেষমেশ বারণ করে রাখবে, নয়তো আমরা তোমার সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে আসব। যতক্ষণ না আমাদের একদল ধ্বংস হয়ে যায়।
কওমের দুশমনি আর বিদ্বেষের আশঙ্কা আবু তালিবের মনে দারুণ আঘাত হানলো। কিন্তু তাই বলে তিনি ভাতিজাকে দুশমনের হাতে তুলে দিতে মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি রাসূলে আকরাম (স.) কে ডেকে বললেন:
ভাতিজা! তোমার কওমের লোকেরা আমার কাছে এসেছিল। তারা আমাকে এমন এমন কথা বলে গেছে। আমাকে ও তোমার নিজেকে বাঁচতে দাও। আমার ওপর তুমি এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যা বহন করা আমার ক্ষমতার বাইরে।
যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে রাখে
তখন রাসূলে আকরাম (স.) এর মনে হলো, চাচা আবু তালিব অনেকটা পেরেশান হয়ে পড়েছেন এবং তাঁর সাহায্য সহযোগিতার ক্ষেত্রে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন, তখন চাচাকে বললেন: চাচাজান! আল্লাহর কসম- যদি তারা আমার ডান হাতে সূর্য আর আমার বাম হাতে চন্দ্র এনে রেখে দেয়; আর এর বিপরীতে তারা চায় যে, আমি এই দীনের কাজ ছেড়ে দিই, তবুও আমি তা কখনোই ছাড়ব না যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে বিজয়ী করেন, কিংবা আমি এই পথে নিজেকে বিলিয়ে দিই।
রাসূলে আকরাম (স.) কথাগুলো বলে অশ্রুসিক্ত হলেন এবং কাঁদতে লাগলেন। অতঃপর উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলেন। চাচা আবু তালিব তাকে ডাক দিলেন- ভাতিজা কাছে এসো! রাসূলে আকরাম (স.) চাচা আবু তালিবের কাছে চলে এলেন। আবু তালিব বললেন- ভাতিজা আমার! তোমরা যা মনে চায় তুমি তাই বলতে থাকো। আল্লাহর কসম! আমি কখনোই তোমাকে কারও হাতে তুলে দিব না।