Narrow selection

৬ষ্ঠ শ্রেণি বহুনির্বচনি প্রশ্নত্তর - ict mcq class 6


13:57:18 06/08/2024

৬ষ্ঠ শ্রেণি বহুনির্বচনি প্রশ্নত্তর

বহুনির্বচনি প্রশ্ন:
১। কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখা লেখির কাজ করা যায়?
ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. ইউটিলিটি সফটয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফট্য়্যার ঘ. স্প্র্রেডশিট সফট্য়্যার

 

২। ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার হয়?
ক. নির্বাচিত অংশ মুছে ফেলতে
খ. কার্সরকে এক লাইন নিচে নামাতে
গ. কার্সরের বাম দিকের অক্ষর মুছতে
ঘ. মেনু বা ডায়ালগ বক্স বাতিল করতে

 

৩। রিবন কী?
ক. ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা
খ. চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা
গ.কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা
ঘ. চিত্রের সাজানো সম্পাদনার কমান্ড তালিকা

 

৪। আইকন অর্থ কী?
ক. প্রতিমা খ. ছোট একটা ছবি
গ. অপারেটিং সিস্টেম ঘ. একটা চিহ্ন

 

৫। মাইক্রোসফট ওয়ার্ড কী?
ক. অ্যাপ্লিকেশন সফটওয়ার খ. প্রসেসর
গ. হার্ডডিস্ক ঘ. টাইপ রাইটার

 

৬। ওয়ার্ড প্রসেসর মূলত কোন কাজটি করে?
ক. ওয়ার্ড ক্রিয়েটিং খ. ওয়ার্ড প্রসেসিং
গ. ওয়ার্ড সার্সিং ঘ. ওয়ার্ড সেভিং

 

৭। ওয়ার্ড প্রসেসিং কী?

ক. শব্দ সংযোজন খ. শব্দ বিন্যাস
গ. শব্দ বিক্রিয়াকরণ ঘ. শব্দ প্রক্রিয়াকরণ

 

৮। বিনামূল্যের ওয়ার্র্ড প্রসেসর সফটওয়ার কোনটি?
ক. মাইক্রোসফট্ওয়ার খ. উইন্যাম্প
গ. ওপেন অফিস রাইটার ঘ. ফটোসপ

 

৯। লেখালেখির জন্য যে সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম কী?
ক. ওয়ার্ড প্রসেসর খ. টাইপ
গ. ওয়ার্ড সিস্টেম গ. ওয়ার্ড কনভার্টার

 

১০। বহুল ব্যবহৃত সফট্য়্যারগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

 

১১। ফাইল কম্পিউটারের কোথায় সংরক্ষিত থাকে?
ক. হার্ডড্রাইভে খ. র‍্যাম
গ. রুমে ঘ. ফ্লাশ মেমোরিতে

 

১২। কোনটির লেখা ভুল হলে তা সহজেই শুদ্ধ করে ফেলা যায়?
ক. সাধারণ হাতে লেখালেখি খ. টাইপ রাইটার
গ. ওয়ার্ড প্রসেসর ঘ. ছাপাখানা

 

১৩। লেখালেখির কাজের জন্য প্রয়োজন-
ক. রেডিও খ. ওয়ার্ড প্রসেসর
গ. স্প্রেডশিট ঘ. উইন্ডোজ

 

১৪। দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করার কাজে ব্যবহৃত হয়-
ক. জিইনি খ. কুরিয়ার
গ. ই-মেইল ঘ. ডি এইস এল

 

১৫। ওয়ার্ড প্রসেসরে লেখার পরে যা লেখা হয়েছে তা সেভ করলে তাকে কী বলে?
ক. Folder খ. File
গ. View ঘ. Edit

 

১৬। Edit, File, View শব্দগুলো ওয়ার্ড প্রসেসরের কোথায় থাকে?
ক. উপরের দিকে খ. নিচের দিকে
গ. পাশের দিকে ঘ. মধ্যখানে

 

১৭। বড় হাতের অক্ষর লিখতে হলে কোন কবু চেপে ধরে লিখতে হয়?

ক. control key খ. Alter key
গ. Enter key ঘ. Shift key

 

১৮। Cursor এর অবস্থান পরির্তন করা হয় কোনটির সাহায্যে
ক. প্রসেসর খ. বারকোড রিডার
গ. মাউস ঘ. মনিটর

 

১৯। প্রতিটি ফাইলের অবশ্যই কি থাকতে হবে?
ক. একটি নির্দিষ্ট নাম খ. ঠিকানা
গ. আকার ঘ. পরিচিতি

 

২০ । নতুন প্যারাগ্রাফ লেখা শুরু করার জন্য কোন কবু চাপতে হবে?

ক. Shift খ. Space Bar
গ. Enter ঘ. Control

 

২১। মেনু বার ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়?

ক. New খ. Close
গ. Save ঘ. File

 

২২। ঋরষব মেনুতে ঙঢ়ঃরড়হ টি ক্লিক করলে আমরা আগের তৈরী করা একটি ফাইল খুলতে পারি?

ক.Veiw খ. Open
গ. New ঘ. Save

 

২৩। মাউস নাড়ালে কম্পিউটারের মনিটরে একটা চিহ্ন নড়ে। এটাকে কি বলে?

ক.Option খ. Cursor
গ. File ঘ. Save

 

২৪। ঝধাব অপশন পাওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হবে?

ক. File খ. Edit
গ. View ঘ. Tool

 

২৫। ওপেন সোর্স সফট্য়্যার কোনটি?
ক. পেইজ খ. নোট প্যাড
গ. এপ্লিক্স ওয়ার্ড ঘ. ইজি ওয়ার্ড

 

১. গ, ২. খ, ৩. গ, ৪. ক. ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ক, ২০. গ, ২১, গ, ২২. খ, ২৩. খ, ২৪. ক, ২৫. ঘ।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্নত্তর - MCQ Class 9-10

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color