ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ বহুনির্বাচনি প্রশ্নত্তর
13:47:40 06/13/2024
ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ বহুনির্বাচনি প্রশ্নত্তর
১। কোনটির কারণে পৃথিবী বৈশি^ক গ্রামে পরিণত হয়েছে?
(ক) কম্পিউটার
(খ) ইন্টারনেট
(গ) মোবাইল ফোন
(ঘ) অপটিকেল ফাইবার
২। এটিএম কার্ড-এর ব্যবহারের ক্ষেত্র কোনটি?
(ক) প্রচার ও গণমাধ্যম
(খ) প্রকাশনা
(গ) বিনোদন
(ঘ) ব্যাংকিং
৩। যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে-
(ক) ডিজিটাল ক্যামেরা
(খ) সিসি টিভি
(গ) অপটিকেল ফাইবার
(ঘ) অনলাইন সংবাদ মাধ্যম
৪। SMS বলতে বোঝানো হয়েছে-
(ক) Short Message Service
(খ) Simple Mail Service
(গ) Sound Mind Service
(ঘ) Short Message Send
৫। তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মিলিত ধারনা কোনটি?
(ক) তথ্য ও প্রযুক্তি
(খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(গ) ডিজিটাল প্রযুক্তি
(ঘ) ইন্টারনেট প্রযুক্তি
৬। সর্বপ্রথম মানুষ কিভাবে তথ্য বিনিময় করত?
(ক) কথা বলে
(খ) চিঠি লিখে
(গ) পাথরে লিখে
(ঘ) বই লিখে
৭. কারা কাগজ আবিস্কার করে?
(ক) রোমানরা
(খ) মিসরীয়রা
(গ) গ্রীকরা
(ঘ) চীনারা
৮. মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফলাফল পাওয়ার ব্যাপারে শ্রাবনের
বাবা মায়ের অবিশ^াসের মূল কী?
(ক) তথ্য ও প্রযুক্তি সম্পর্কে ধারনা না থাকা
(খ) মোবাইলের ব্যবহার না জানা
(গ) sms পাঠাতে না জানা
(ঘ) বোর্ডের নং না জানা
৯. কৃষকরা বেশির ভাগ ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ
সমন্ধে সরাসরি জ্ঞান পেতে পারেন বলে মনে কর।
(ক) টেলিভিশন
(খ) মোবইল
(গ) কম্পিউটার
(ঘ) রেডিও
১০. মনিটরের দৃশ্য বড় করে দেখাতে কি লাগে?
(ক) টেলিভিশন
(খ) প্রজেক্টর
(গ) বড় মনিটর
(ঘ) প্রিন্টার
১১. কীসের উন্নয়নের ফলে বিশ^ আজ হাতের মুঠয়?
(ক) পরস্পর সম্পর্ক
(খ) শিক্ষা
(গ) গবেষণা
(ঘ) প্রযুক্তি
১২. পৃথিবীর আমুল পরিবর্তনে কোনটির অবদান সর্বাধিক?
(ক) বেতার
(খ) টেলিভিশন
(গ) ডিজিটাল ইলেক্ট্রনিকস্
(ঘ) কম্পিউটার
১৩. গ্লোবাল ভিলেজ কথাটির অর্থ কী?
(ক) সম্পূর্ণ পৃথিবী একটি গ্রামের মত
(খ) পুরো পৃথিবী যেন একটি দেশ
(গ) পুরো পৃথিবী একটি মহাদেশের মতো
(ঘ) পুরো পৃথিবী একটি থানার মতো
১৪. ICT – তে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে?
(ক) কম্পিউটার
(খ) ডিজিটাল ইলেক্ট্রনিক্স
(গ) টেলিভিশন
(ঘ) রেডিও
১৫. বর্তমান যুগকে কী যুগকে বলা হয়?
(ক) ডিজিটাল যুগ
(খ) কৃষি যুগ
(গ) আধুনিক যুগ
(ঘ) মোগল যুগ
১৬. Virtuality অর্থ কী?
(ক) প্রধানত
(খ) কার্যত
(গ) কার্যক্ষেত্র
(ঘ) পাশাপাশি
১৭. শুরুতে তথ্য প্রযুক্তি সম্পূর্ণরুপে কীসের উপর নির্ভরশীল ছিল?
(ক) কম্পিউটার
(খ) ফ্যাক্স
(গ) টেলিফোন
(ঘ) রেডিও
১৮. শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে –
(ক) ফলাফল প্রদান
(খ) যোগাযোগ
(গ) পাবলিশিং
(ঘ) তথ্যসংরক্ষণ
১৯. বর্তমান পৃথিবীতে তথ্য কি হিসেবে কাজ করে?
(ক) শক্তি
(খ) পদার্থ
(গ) কাজের কেন্দ্রবিন্দু
(ঘ) অভরসা
২০. তথ্যকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
(ক) জ্ঞান
(খ) উপাত্ত
(গ) প্রেক্ষাপট
(ঘ) ঘটনা
২১. ডাটার অর্থ খুজে পেলে কী হয়?
(ক) কার্যকারিতা শুরু হয়ে যায়
(খ) তথ্যের অর্থ খুজে পাওয়া যায়
(গ) ডাটা সংরক্ষণ করা যায়
(ঘ) সূত্র খুজে পাওয়া যায়
২২. উপাত্ত আর প্রেক্ষাপট মিলে কি হয়?
(ক) উপাত্ত
(খ) তথ্য
(গ) পরিস্থিতি
(ঘ) জ্ঞান
২৩. তথ্যের মৌলিক একক কোনটি?
(ক) ফিল্ড
(খ) উপাত্ত
(গ) রেকর্ড
(ঘ) সেল
২৪. বিভিন্ন তথ্যের ভান্ডার বলা কোনটিকে?
(ক) রেডিও
(খ) ইন্টারনেট
(গ) কম্পিউটার
(ঘ) টেলিভিশন
২৫. জিপি এস ব্যবহার করে কোন কাজটি সহজে করতে পারি?
(ক) রান্না
(খ) কাপর ধোয়া
(গ) গাড়ি চালানো
(ঘ) ছবি তোলা
১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫.খ, ৬. ক, ৭. ঘ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ঘ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭, ক, ১৮. ঘ, ১৯. ক, ২০. ক, ২১. খ, ২২. খ, ২৩. খ, ২৪. খ, ২৫. গ,
এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন
ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের উপায়