মদীনায় হিজরতের সূচনা
13:06:58 01/07/2025
মদীনায় হিজরতের সূচনা
কুরাইশদের যখন এই বাইয়াতের খবর হল তখন তাদের ক্রোধের কোন সীমা থাকল না। মুসলমানদেরকে কষ্ট দিতে কোন মুহুর্ত বাদ রাখল না। তখন মহানবী সা. সাহাবায়ে কেরামকে মদীনায় হিজরত করার পরামর্শ দিলেন। সাহাবায়ে কিরাম আস্তে আস্তে কুরাইশদের থেকে গোপনে এক একজন, দুই দুইজন করে মক্কা মুয়ায্যামা থেকে মদীনায় হিজরত করা শুরু করলেন। এমন কি মক্কায় মাত্র মহানবী সা., হযরত আবু বকর রা.,হযরত আলী রা. আর কিছু অক্ষম লোক ছাড়া কোন মুসলমান অবশিষ্ট থাকল না।
সিদ্দিকে আকবারও হিজরতের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু মহানবী সা. তাঁকে বললেন, আরো অপেক্ষা করুন। যতক্ষণ আল্লাহ তায়ালা আমাকেও হিজরতের অনুমতি না দেন। সিদ্দিকে আকবার রা. এই প্রতীক্ষায় থাকলেন এবং দুটি উটনী এই সফরের জন্য প্রস্তুত করে রাখলেন। একটি নিজের জন্য অন্যটি মহানবী সা. এর জন্য । [সীরাতে মুগলতাঈ পৃ ৩১)