নবীজি (সাঃ) এর প্রতি ভালবাসার অর্থ কি?
12:25:59 12/03/2023
নবীজি (সাঃ) এর প্রতি ভালবাসার অর্থ কি? আল্লাহর নবীর আদর্শ হল কাজ, কর্ম, আমল । শুধু কথা নয়, ওয়াজ নয়, বক্তব্য নয়, চাকচিক্য নয়, কৃত্রিমতা নয় । আমাদের মাঝে রবিউল আওয়াল মাস যখন আসে, আল্লাহর নবীর জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি । আমরা লাইটিং করি, আলোকসজ্জা করি। কিন্তু আমরা রবিউল আওয়াল মাস যেতে না যেতেই আল্লাহর নবীর আদর্শকে পিছনের দিকে ঠেলে দিই। অনুষ্ঠান করা সহজ, গরু জবাই করা সহজ, চাকচিক্য করা সহজ ।
কিন্তু আল্লাহর নবীর আদর্শকে আমার জীবনের রন্ধে রন্ধে প্রয়োগ করা, আমার পরিবারে আল্লাহর নবীর আদর্শকে স্থান দেয়া, আমার ব্যবসায় আল্লাহর নবীর আদর্শকে বলবৎ করা, আমার সমাজ ও আমার রাষ্ট্রে আল্লাহর নবীর আদর্শকে প্রতিষ্ঠা করাই তাঁর প্রতি সবচে' বড় ভালবাসার পরিচয়। আর এটাই হল মাহে রবিউল আওয়ালের শিক্ষা এবং বার্তা । যতই আমরা অনুষ্ঠান করি আল্লাহর নবীর সামনে মুখ দেখাতে পারবনা । যতক্ষণ আমরা আল্লাহর নবীর আদর্শকে বরণ না করি । আয়োজন করে খাওয়া- দাওয়া করা সকলের জন্য সহজ, বরং আমরা তা উৎসাহের সাথে করতে পারি ।
গরু জবাই করলে আমরা খেতে পারব, আমাদের ভাল লাগবে, আরাম লাগবে । কিন্তু আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করা যে আদর্শের জন্য তিনি উহুদের প্রান্তরে দাঁত শহীদ করেছেন, রক্ত ঝর ঝর করে পড়েছে, তায়েফের প্রান্তরে গিয়েছেন, বাচ্চারা পিছনে পাথর ছুঁড়ে পাগল পাগল বলে তাড়িয়েছে আর তাঁকে রক্তাক্ত করেছে । সে আদর্শকে আমার ব্যক্তি জীবনে, আমার কর্মজীবনে, আমার পরিবারে, আমার ছেলে সন্তানের ব্যবহারিক জীবনে বাস্তবায়ন করাই হবে আল্লাহর নবীর কাছে সর্বাপেক্ষা প্রিয় ও গ্রহণ যোগ্য । এটাই হবে আল্লাহর নবীর এশ্ক আর মুহাব্বতের সবচে' বড় প্রমাণ ।
কাজী নজরুল ইসলাম চমৎকার বলেছেন, “রবিউল আওয়াল মাস যখন আসে হে নবী তোমাকে স্মরণ করি। রবিউল আওয়াল মাস যখন যায় তখন তোমাকে ভুলি। রবিউল আওয়াল মাস যখন আসে জাঁকজমকের সাথেই আমরা স্মরণ করি, রবিউল আওয়াল মাস যেতে না যেতেই তোমাকে ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ্ । এতে আল্লাহর নবী আনন্দিত হবেন না। আল্লাহর নবীর সবচেয়ে বড় শিক্ষা হল তার আদর্শ, যে আদর্শের জন্য তিনি দুনিয়ার বুকে এসেছেন । যে আলো তিনি পৃথিবীতে এনেছেন সে আলোয় সারা দুনিয়া আলোকিত করা আল্লাহর নবীর বড় শিক্ষা । আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
لقد جائكم من الله نور وكتاب مبين
আমার নবী তোমাদের কাছে আলো নিয়ে এসেছেন। স্পষ্ট কিতাব তোমাদের কাছে এনেছেন, আল কুরআনকে তোমাদের কাছে এনেছেন। কোরআনের শিক্ষার বাস্তবায়ন ও আল্লাহর নবীর আদর্শের আলো সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেয়াই হবে রবিউল আওয়াল মাসের সবচে' বড় প্রেরণা ।