তাবলীগীরা নবীকে মানুষ বলে ? - prophet Muahhad
01:34:37 12/04/2023
তাবলীগীরা নবীকে মানুষ বলে ?
প্রশ্ন : বর্তমান তাবলীগীদের প্রতিষ্ঠতা 'নয়া দিল্লীর মৌলভী ইলিয়াছ তিনি বলেছেন- নবী (সা:) এর মত মানুষ কোন যুগে আসেনি আর আসবেও না। অথচ হাদীসে কুদসীতে আল্লাহ বলেন- হে নবী! আপনার জন্ম না হলে নভোমণ্ডল ভূ-মণ্ডল কিছুই সৃষ্টি করতাম না। অথচ মৌলভী ইলিয়াছ বলে তিনি আমাদের মত মানুষ । সুতরাং যে নবীকে মানুষ বলে সে মানুষ মুসলমান হয় কিভাবে? সেতো কাফের?
উত্তর : তাদের ভ্রান্ত ধারণা ছিল যে, ইলিয়াছ (র.) বলেছেন নবী (সা:) আমাদের মত মানুষ । সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলেমগণ বলেন, হ্যাঁ তিনি একথা বলেলেও পবিত্র কুরআনের কথাই বলেছেন। এটা তার বানানো কথা নয়; বরং আল্লাহ বলেন-
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ إِنَّمَا إِلَهُكُمْ إِلهُ وَاحِدٌ
অর্থ : বলুন আমিও তোমাদের মত একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তেমাদের ইলাহ একমাত্র ইলাহ । (সূরা কাহফ : ১০৯)
হযরত ইলিয়াছ (র.) এই আয়াতেরই অর্থ বলেছেন । ভ্রান্ত ধারণা করে ধারণা করেছে যে, তিনি রাসূল (সা:) কে আমাদের সাথে তুলনা দিয়েছেন । বরং তা নয় । তিনি মানুষ হওয়া হিসাবে তুলনা দিয়েছেন। এ তুলনা শ্রেষ্ঠত্ব ও মর্যাদা হিসেবে নয়, কারণ রাসূল (সা:) সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মহা মানব। সুতরাং আমাদের মত মানুষ বালার দ্বারা জ্বীন ও ফেরেস্তাদেরকে আলাদা করেছেন । কারণ জ্বীন হল আগুনের তৈরি আর ফেরেস্তা হলো নূরের তৈরি। ফেরেস্তা নুরের তৈরি বলে হুজুর (সা:) এর চেয়ে সম্মানী নন। নবীজীকে মাটির তৈরি বলা হলে নবীর সম্মান বাড়ে আর নূরের তৈরি বলা হলে নবীর মার্যাদা কমে ।
মানুষ মাটির তৈরি আর ফেরেশতা নুরের তৈরি, বলুন তো মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? মুলতঃ যারা নবীকে মটির তৈরি মনে না, তারা নবীর দুশমন । তারা নবীর মর্যাদা খাটো করতে চায়। এ বিষয়ে নূর ও বশর নামে আল্লামা সরফরাজ খান সফদর সাহেবের ভিন্ন একটি কিতাব আছে, ঐ কিতাবটি পাঠ করলে এ বিষয়ে কোন প্রশ্নই থাকবে না ।