স্বয়ং কুরাইশ কাফেরদের চাক্ষুস সাক্ষ্য
12:54:36 01/06/2025
স্বয়ং কুরাইশ কাফেরদের চাক্ষুস সাক্ষ্য
এরপর কুরাইশরা আবার পরীক্ষার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, আচ্ছা বল তো দেখি আমাদের অমুক ব্যবসায়িক দল যারা সিরিয়া অভিমুখী গিয়েছে তারা কোথায়? মহানবী সা. বললেন, অমুক গোত্রের এক বাণিজ্য কাফেলার পাশ দিয়ে রাওহা নামক স্থানে আমার অতিক্রম হয়েছিল। তাদের উট হারিয়ে গিয়েছিল। তারা উহার তালাশে গিয়েছিল। আমি তাদের হাওদার নিকট গেলাম। সেখানে কেউ ছিল না। একটি মাটির পাত্রে পানি রাখা ছিল। আমি তা পান করি ।
সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি
এরপর অমুক গোত্রের ব্যবসায়িক কাফেলার নিকট দিয়ে অমুক স্থানে আমাদের অতিক্রম হয়। যখন বোরাক তার নিকট গেল তখন উট ভয়ে এদিক সেদিক ভাগতে লাগল। তাতে একটি লাল উটনী ছিল যার উপর সাদা ও কালো রঙয়ের দু'টি গদি ছিল। সেটি অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর অমুক গোত্রের ব্যবসায়িক কাফেলার কাছ দিয়ে তানঈম নামক স্থানে অতিক্রম হয়। যার মধ্যে সবার আগে মেটে রঙয়ের এক উট ছিল। তার উপর কালো চট এবং দু'টি কালো থলে ছিল। সেই কাফেলাটি অচিরেই তোমাদের নিকট আগত। লোকেরা জিজ্ঞেস করল: কবে নাগাদ তারা আসবে? মহানবী সা. বললেন, বুধবার নাগাদ এসে যাবে।
ঠিক সেরূপই হল, যেরূপ মহানবী সা. বলেছিলেন এবং ওই বণিক দলের কাফেলাও মহানবী সা.-এর বাণীর সত্যায়ন করল। যখন কুরাইশদের উপর আল্লাহর দলীল পরিপূর্ণ হয়ে গেল এবং ঐ হতভম্বকারী ভ্রমণের উপর স্বয়ং তাদের গোত্রের লোকেরাই সাক্ষ্য দিল। এখন এসব হটকারীদের জন্য এ ছাড়া অস্বীকার করার কোন পথ থাকল না যে, মহানবী সা.-এর এই সফরকে জাদু এবং মহানবী সা. কে (আল্লাহর পানাহ) জাদুকর বলে উঠে গেল ।
এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন
নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?
সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন