কখন রাজি আল্লাহু তায়ালা আনহু পড়তে হয়
14:00:18 06/02/2024
কখন রাজি আল্লাহু তায়ালা আনহু পড়তে হয়
সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করলে রাজি আল্লাহু তায়ালা আনহু পড়তে হয়। কেননা আল্লাহ তাদের সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তা’য়ালা প্রতি সন্তুষ্ট হয়েছেন। এবং এটি সাহাবায়ে কেরামের একটি মর্যাদা।
(রা.) এর পূর্ণরূপ রাজি আল্লাহু তায়ালা আনহু।
সাহাবী কারা?
সাহাবী হলেন যারা নবীজি সাঃ এর সাথে সাক্ষাৎ লাভ করেছে এবং ঈমান গ্রহণ করেছেন এবং ঈমান অবস্থায় ইহকাল ত্যাগ করেছেন তাদেরকে সাহাবায়ে কেরাম বলে।