রজব মাসের করণীয় - rozob mase koronio ki
11:56:33 12/03/2023
রজব মাসের করণীয় : রজব মাসের কিছু করণীয় আছে, মসনদে আহমদের একটি হাদিসে আছে, যখন রজব মাস প্রবেশ করে আল্লাহর নবী বলেন,
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
হে আল্লাহ রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দান করে রমজান পর্যন্ত আমাদের জীবিত রাখ। আমাদেরকে জীবিত রাখ, আমাদেরকে রমজানের ফজিলত অর্জন করার তৌফিক দান কর।"
এই মহিমান্বিত মাসগুলোতে বিশেষত রজব মাসে নিজের উপর জুলুম করা যাবেনা । জুলুম করার অর্থ হল গুনাহ করা, পাপাচার করা । সবচেয়ে বড় জুলুম হল শিরিক করা। pathic plal Suillol শিরিক সবচেয়ে বড় জুলুম, অন্যায় ।
কাজেই এই মাসগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে । যেন আমাদের থেকে কোন পাপকাজ সম্পন্ন না হয়। মনে রাখতে হবে এই মাস তাওহীদ বাদীদের মুক্তির মাস আর শিরিককারীদের ধ্বংসের মাস। আমরা নিজেকে, নিজের সমাজকে আত্মীয়-স্বজন ও বন্ধমহলকে পাপাচার মুক্ত করার চেষ্টা করব । আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ঈমানকে সকল প্রকার শিরিক থেকে মুক্ত করুন । আমীন। শিরিকমুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়ার জন্য আমাদের তৌফিক দান করুন। আমীন