সাহাবীরা কয় রাকাত বিতির পড়তেন
15:36:47 12/03/2023
সাহাবীরা কয় রাকাত বিতির পড়তেন
হযরত উমর রা. এক সালামে তিন রাকাত বিতর পড়তেন ।
দলীল :
عن المسور بن مخرمة قال: دفنا أبا بكر ليلا ، فقال عمر : انى لم أوتر فقام وصففنا
ورائة ، فصلى بنا ثلاث ركعات لم يسلم الا فى أخرهن
অর্থাৎ হযরত মিসওয়ার ইবনে মাখরামা রা. বলেন, আমরা রাতের বেলায় হযরত আবু বকর রা. কে দাফন করলাম। দাফন শেষ হলে হযরত উমর রা. বলেন, আমি বিতর পড়িনি। সুতরাং তিনি নামায আদায়ের জন্য দাঁড়ালেন। আমরাও তাঁর পিছনের কাতার বেধে দাড়িয়ে গেলাম। তিনি আমাদেরকে নিয়ে তিন রাকাত বিতর পড়লেন । আর শেষ রাকাআতেই শুধু সালাম ফিরালেন।
عمر بن الخطاب رض انه قال : ما احب انى تركت الوتر بثلاث وان لى حمر النعم ،
অর্থাৎ হযরত উমর রা. বলেন, আমাকে যদি লাল উঠ ( আরবের সবচেয়ে উৎকৃষ্ট ও দামি উঠ) ও দেয়া হয়, তবুও আমি তিন রাকাত বিতর ছাড়তে রাজি নই ।
হযরত আলী রা. তিন রাকাত বিতর পড়তেন-
দলীল :
عن زاذان ان عليا رض كان يوتر بثلاي من أخر الليل قاعدا
অর্থাৎ হযরত যাযান রহ. থেকে বর্ণিত। হযরত আলী রা. রাতের শেষ প্রহরে বসে তিন রাকাত বিতর পড়তেন ।
عن زاذان عن على انه كان يوتر بانا انزلناه في ليلة القدر واذا زلزلت الارض وقل هو الله احد. (مصنف عبدالرزاق : ٣٤/٣)
অর্থাৎ হযরত যাযান আলী রা. এর বিতর নামাযের বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি সূরা কদর, যিলযাল ও ইখলাছ এই তিন সূরা দিয়ে বিতর আদায় করতেন । (অর্থাৎ তিন রাকাতে এই তিন সূরা পড়তেন) ।
ইবনে মাসউদ রা. তিন রাকাত বিতরের প্রবক্তা ছিলেন।
দলীল :
عن عبد الله بن مسعود قال : الوتر ثلاث كوتر النهار صلاة المغرب.
অর্থাৎ ইবনে মাসউদ রা. বলেন, দিবসের বিতর তথা মাগরিবের নামাযের মত রাতের বিতরও তিন রাকাত ।
عن عبد الرحمن بن يزيد قال : قال ابن مسعود رض وتر الليل كوتر النهار صلاة
المغرب ثلاثا . (معجم الكبير للطبراني : ٢٧٢/٩)
অর্থাৎ আব্দুর রহমান ইবনে ইয়াযিদ বলেন, ইবনে মাসউদ রা. বলেছে রাতের বিতর দিনের বিতর তথা মাগরিবের মত তিন রাকাত।
ইবনে উমর রা. ও তিন রাকাত বিতরের প্রবক্তা ছিলেন।
দলীল :
عن عقبة بن مسلم قال : سألت ابن عمر رض عن الوتر فقال : اتعرف وتر النهار قلت نعم ، صلاة المغرب، قال صدقت أحسنت
অর্থাৎ হযরত উকবা ইবনে মুসলিম রহ. বলেন, আমি উমর রা. কে বিতর নামায সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তুমি কি দিবসের বিতর কোনটি জান? আমি বললম, জ্বী: মাগরীবের নামায । তিনি বললেন তুমি সঠিক বলেছ । বড় সুন্দর বলেছ ।
ইবনে আব্বাস রা. ও তিন রাকাত বিতর পড়তেন ৷
দলীল :
عن عطاء قال قال ابن عباس (رضـ) الوتر كصلاة المغرب : (المؤطا للامام محمد
হযরত আতা রহ. বলেন, ইবনে আব্বাস রা. বলেছেন, বিতর নামায মাগরীবের নামাযের মত (অর্থাৎ এক সালামে তিন রাকাত) ।
হযরত আবু মানছুর রা. বলেন, আমি হযরত ইবনে আব্বাস রা.-কে বিতর সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, তিন রাকাত পড়বে। আনাস রা. এক সালামে তিন রাকাত বিতর পড়তেন ।
দলীল :
عن ثابت قال قال انس : يا ابا محمد خذ عنى فانى اخذت عن رسول الله صلى الله الله عليه وسلم عن الله ، ولن تاخذ عن أحد عليه وسلم واخذ رسول الله صلى الله عليه وسلم عن ا اوثق منى، قال: ثم صلى بى العشاء ثم صلى ست ركعات يسلم بين الركعتين، ثم اوتر بثلاث يسلم في آخرهن
অর্থাৎ সাবেত রহ. বলেন, হযরত আনাস রা. আমাকে বললেন, আবু মুহাম্মাদ !
জামার কাছ থেকে শিখে নাও। কেননা, আমি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি। আর তিনি মহান রাব্বুল আলামীন থেকে । মনে রেখ, এ যুগে আমার চেয়ে অধিক নির্ভরযোগ্য কাউকে পাবে না। হযরত সাবেত রহ. বলেন, এরপর তিনি আমাদের ইশার নামায পড়ালেন। তারপর ছয় রাকাত নফল আদায় করলেন । প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরাতেন। সবশেষে তিন রাকাত বিতর এভাবে পড়লেন যে, শুধু শেষ রাকাতেই সালাম ফিরালেন ।
عن انس رضـ قال : الوتر ثلاث ركعات، وكان يوتر بثلاث ركعات
অর্থাৎ হযরত আনাস রা. বললেন, বিতর নামায তিন রাকাত। হযরত আনাস রা. নিজেও তিন রাকাত আদায় করতেন ।