সকালে ঘুম থেকে উঠার উপকারীত কি? sokale ghum theke uthar upokarita
10:34:24 12/03/2023
সকালে ঘুম থেকে উঠার উপকারীত কি?
اللهم بارك لامتي في بكورها
“হে আল্লাহ! আমি তোমার দরবারে আমার উম্মতের জন্য ফরিয়াদ করছি, দোয়া করছি আমার উম্মত সকাল বেলায় যে কাজ করবে সে কাজের মধ্যে তুমি বরকত দান কর। তাহলে বুঝা যায়, সকালের কাজ গুরুত্বপূর্ণ । সকালের অল্প কাজে আল্লাহ বিস্তর বরকত দান করেন এবং আল্লাহর নবীও আমাদের জন্য দোয়া করেছন। মুসলিম দেশ গুলোতে দেখা যায় সকাল বেলায় দোকান পাট বন্ধ, রাস্তাঘাটে মানুষ নেই, সবাই ঘুমে আচ্ছন্ন।
অথচ এই সময়ে কাজ করার জন্য আল্লাহর নবী আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। ছাত্ররা ঘুমে, পড়া শুনা নেই । ছাত্র ও যুবকদেরকে দেখা যায় মধ্যরাত পর্যন্ত পড়াশুনা করে তার পর শুয়ে পড়ে, সকাল ৯টা বা ১০টা বেজে গেলে ঘুম থেকে উঠে। এটা ইসলামের রীতি নয় । ইসলাম বলে, এশার পর যথাসম্ভব তাড়াতাড়ি শুয়ে যাও, আর সকাল বেলা তাড়াতাড়ি উঠে যাও। সকালের সময় ব্রেইন ফ্রেশ থাকে, সচ্ছ থাকে যা কিছু ছাত্ররা পড়বে সহজেই তা বুঝতে পারবে এবং মুখস্থ করতে পারবে।
এজন্য ছাত্রদের উচিৎ ভোর রাতে উঠা এবং বিশেষ করে ফজরের নামাজের পর থেকে পড়াশুনা শুরু করে দেয়া। এমন অভ্যাস করা উচিৎ নয় যে, মধ্যরাত পর্যন্ত রাত জাগবে আবার সকাল বেলা ঘুমেই চলে যায়। আমার বরকতের সময় আমি হারিয়ে ফেলব। যে সময়ের ব্যাপারে আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া। করেছেন, আমাদের জন্য চেয়েছেন, সে সময়ে প্রতি গুরুত্ব দানের ব্যাপারে আমরা অবশ্যই সচেষ্ট থাকব ।
কাজেই আমি অনুরোধ করব, যে যে পেশা নিয়ে আমরা যে স্তরে আছি সকাল বেলাকে মূল্যায়ন করতে হবে। কারণ আল্লাহ তায়ালা সকালের নামে তিনবার কসম করেছেন। আবার আল্লাহর নবী এই সময়ের জন্য দোয়া করেছেন । বিশেষত ছাত্রদেরকে আমি উদ্বুদ্ধ করব তারা যেন এ সময়ে পড়ালেখা করে ।