Narrow selection

তায়েফে হিজরতের ঘটনা


11:26:10 01/06/2025

তায়েফে হিজরতের ঘটনা

আবু তালিবের মৃত্যুর পর কুরাইশদের সুযোগ মিলে গেল। মহানবী সা. কে কষ্ট দিতে তারা কোন মুহূর্ত হাত ছাড়া করল না। যখন মক্কাবাসীদের ইসলাম কবুল করা থেকে মহানবী সা. নিরাশ হয়ে গেলেন, তখন সে বছরই অর্থাৎ, দশম নববী সনে শাওয়াল মাসের শেষে যাইদ বিন হারেসাকে সাথে নিয়ে তায়েফ গমন করলেন। তায়েফবাসীদেরকে সত্য বাণীর দিকে আহবান করলেন। একাধারে এক মাস পর্যন্ত তাদের দ্বীন প্রচার এবং হিদায়েতের পথ প্রদর্শনে লিপ্ত থাকলেন। কিন্তু একজনেরও হক কবুলের তাওফীক হল না; বরং জালিমরা নিজেদের শহরের কিছু দুষ্ট প্রকৃতির লোকদেরকে মহানবী সা. কে কষ্ট দেওয়ার জন্য লেলিয়ে দিল । 

 

এ সব পাষাণ্ড হতভাগারা সৃষ্টজীবের সরদারকে কষ্ট দিতে লেগে গেল। যদি রহমাতুল্লিল আলামীনের শান প্রতিবন্ধক না হত তাহলে তাঁর ওষ্ঠের এক দোলায় তাদের সব বদমাইশদেরকে নিশ্চিহ্ন করা হত এবং তায়েফ ও তায়েফবাসীদের নাম ভূপৃষ্ঠ থেকে মুছে ফেলা হত ।

 

এসব হতভাগারা মহানবী সা. এর উপর পাথর বর্ষণ করতে লাগল। যার কারণে মহানবী সা. এর পা মুবারক ক্ষত-বিক্ষত হচ্ছিল। যাইদ বিন হারেসা রা. যে দিক থেকে পাথর আসতে দেখতেন সেদিকে নিজে গিয়ে মহানবী সা. কে রক্ষা করতেন এবং পাথর নিজের মাথায় পেতে নিতেন। এমনকি হযরত যাইদের মাথা ক্ষত বিক্ষত হয়ে গেল। অবশেষে রহমাতুল্লিল আলামীন এক মাস পর তায়েফ থেকে এমনভাবে ফিরে আসলেন যে, মহানবী সা.-এর টাখনু মুবারক রক্তে রঞ্জিত হয়েছিল। কিন্তু মুখে বদ দুআর একটি অক্ষরও উচ্চারণ করেননি।

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color