Narrow selection

তুফাইল বিন আমর দাউসী রা. এর ইসলামে দীক্ষিত হওয়া


07:13:38 01/06/2025

তুফাইল বিন আমর দাউসী রা. এর ইসলামে দীক্ষিত হওয়া

এই সময়ই হযরত তুফাইল ইবনে আমর দাউসী (যিনি অত্যন্ত ভদ্র এবং স্ব-জাতির নেতা ছিলেন) মহানবী সা. এর দরবারে উপস্থিত হলেন। ইসলামের সুস্পষ্ট সত্যতা এবং মহানবী সা. এর চরিত্র দেখে সন্তুষ্ট ও আগ্রহের সাথে মুসলমান হয়ে গেলেন। আরজ করলেন, হে আল্লাহর রাসূল! আমার সম্প্রদায়ের মধ্যে আমার কথা মানা হয়। আমি গিয়ে তাদেরকেও ইসলামের দাওয়াত দিব। 

 

কিন্তু আপনি আল্লাহর কাছে দু'আ করুন, (তিনি যেন) আমার সাথে এমন কোন প্রকাশ্য আলামত প্রকাশ করে দেন যার দ্বারা আমি তাদেরকে আমার কথা বিশ্বাস করাতে পারি। মহানবী সা. দু'আ করলেন, আল্লাহ তায়ালা তাঁর কপালে এমন একটি জ্যোতি চমকিয়ে দিলেন যে, যা অন্ধকারে জ্যোতিময় প্রদীপের ন্যায় চমকাতে থাকত। যখন তুফাইল ইবনে আমর দাউসী নিজ সম্প্রদায়ের নিকট গেলেন তখন এই ধারণা হল যে, আমার সম্প্রদায় যেন এই জ্যোতিকে কোন বিপদ ও রোগ মনে না করে এবং এটা না বলে যে, ইসলামে দীক্ষিত হওয়ার কারণে আমার উপর এমন রোগ চাপিয়ে দেয়া হয়েছে। 

 

তাই তিনি আল্লাহর কাছে দু'আ করলেন যেন এই জ্যোতি তার চাবুকে এসে যায়। আল্লাহ তাআলা তার দুআ কবুল করলেন এবং জ্যোতি তার চাবুকে ঝুলন্ত প্রদীপের ন্যায় করে দিলেন। তিনি নিজ গোত্রে পৌঁছে তাবলীগ করলেন। কিছু মানুষ তার প্রচেষ্টায় মুসলমান হল। কিন্তু যেহেতু তার ধারণা অনুযায়ী বেশী ছিল না এজন্য তিনি মহানবী সা. এর দরবারে এসে আবেদন করলেন, আপনি দু'আ করে দিন যেন আমার প্রচেষ্টা সফল হয়। মহানবী সা. দু'আ করলেন এবং ইরশাদ করলেন যাও এখন গিয়ে প্রচার কর এবং কোমলতার সাথে কাজ কর।

 

তুফাইল ইবনে আমর দাউসী রা. প্রত্যাবর্তন করলেন এবং লোকদেরকে ইসলামের দিকে আহবান করলেন। আল্লাহর অনুগ্রহে এমন সফল হলেন যে, খন্দক যুদ্ধের পর সত্তর আশিটি পরিবারকে মুসলমান বানিয়ে খাইবার যুদ্ধে নিজের সাথে নিয়ে আসেন এবং সকলেই জিহাদে শরীক হলেন।

[সীরাতে মুগলতাঈ পৃ ২৫

 

সাস্থসম্মত উপায়ে তৈরি ১০০%-খাঁটি-ঘি

এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন

নবী রাসুলগণ কিভাবে অর্থ উপার্জন করতেন?

সাহাবাগণ কিভাবে অর্থ উপার্জন করতেন

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

 

No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color