Narrow selection

​​​​​​​গর্ভাবস্থায় করণীয় ১০টি উপদেশ - 10 tips to do during pregnancy


00:33:26 12/14/2023

গর্ভাবস্থায় করণীয় ১০টি উপদেশ : স্বাস্থ্যকর এবং নিরাপদ গর্ভাবস্থা ধরে রাখতে গর্ভবতী মায়েদের অবশ্যই ১০টি উপদেশ মেনে চলতে হবে। এ সকল উপদেশ মেনে চললেই কেবল সম্ভব গর্ভাবস্থার অবাঞ্ছিত ঝুঁকিকে এড়ানো।

১. সুষম খাদ্য খাবেন।

২. ধূমপান থেকে বিরত থাকবেন।

৩. ফলিক এসিড গ্রহণ করুন। গর্ভ সঞ্চারের শুরু থেকে ১২ সপ্তাহ পর্যন্ত দৈনিক নিয়মিত ৪00 মাইক্রোগ্রাম ফলিক এসিড খেতে হবে। ফলিক এসিড আপনি বিভিন্ন খাবার থেকে পেতে পারেন। এসব খাবারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফুলকপি, খাদ্যশস্য প্রভৃতি। নিয়মিত ফলিক এসিড খেলে গর্ভস্থ শিশু স্পাইনা বাইফিডা' হবার ঝুঁকি থেকে রেহাই পায়। ৪. এলকোহল পরিহার করুন।

৫. কিছু খাবার এড়িয়ে চলুন। এসব খাবারের মধ্যে রয়েছে নরম অপাস্তুরিত মাখন, ঠিকমতো রান্না না করা মাংস, কাঁচা ডিম এবং লিভার।

৬. চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। আপনি যদি স্বাস্থ্যের ব্যাপারে শঙ্কিত থাকেন কিংবা আপনার কোনো অবাঞ্ছিত স্বাস্থ্য সমস্যা ঘটে যেমন- যোনিপথে রক্তস্রাব, মুখ ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, দেখতে অসুবিধা হওয়া, পেট ব্যথা কিংবা মাথাব্যথা ঘটা—তাহলে দেরি না করে সাথে সাথেই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। মনে রাখবেন যত বিলম্ব হবে, আপনার সঙ্কট বেড়ে যাবে।

৭. ওষুধ পরিহার করুন। যদি আপনার কোনো ওষুধের প্রয়োজন হয় আপনি চিকিৎসককে না জানিয়ে কোনো ওষুধ খাবেন না। কারণ এমন ওষুধ আছে যা খেলে আপনার গর্ভস্থ শিশুর জীবন বিপন্ন হতে পারে।

৮. আরাম করুন। শরীর যথাসম্ভব শিথিল করে বিশ্রাম নিন। পা দুটো একটু ওপরে তুলে রাখুন। নিয়মিত ব্যায়াম করবেন, কিন্তু সেই ব্যায়াম যেন হাল্কা ব্যায়াম হয়।

৯. টক্সোপ্লাজমোসিস সম্পর্কে সচেতন থাকুন। আপনি কি জানেন পরজীবী সংক্রমণে আপনার গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে? এ সময় পোষা বিড়াল থেকে দূরে থাকবেন। বিছানার ওপর ভুলেও যেন বিড়াল উঠতে না পারে তা নিশ্চিত করবেন। বিড়ালের সংস্পর্শে কিংবা তার মল থেকে ঘটতে পারে টক্সোপ্লাজমোসিস নামক ঘাতক ব্যাধি । একই সঙ্গে খেয়াল রাখবেন বিভিন্ন ফলমূল, সবজি যেন ভালো করে ধুয়ে খাওয়া হয় । মাংস খেতে হবে ভালো মতো সিদ্ধ করে।

১০. নিয়মিত এন্টেনেটাল চেকআপ করুন। গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা

করবেন। যে কোনো সমস্যা হলেই চিকিৎসকের শরণাপন্ন হতে ভুলবেন না। এ সময় নিকটস্থ হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কার্ড করবেন এবং সেই মতো চেকআপ করাবেন।

 

● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color