আনসারদের ইসলাম গ্রহণ - Acceptance of Islam by Ansar
03:35:39 12/11/2023
আনসারদের ইসলাম গ্রহণ : রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ্জের মৌসুমে বের হলেন। তিনি যখন আকাবায় ছিলেন তখন আনসারদের একটি দলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তিনি তাদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিলেন। তাদের সামনে ইসলাম পেশ করলেন। এবং তাদেরকে কুরআনে কারীম তিলাওয়াত করে শুনালেন।
তারা মদীনায় ইহুদিদের প্রতিবেশী ছিলেন। ইহুদিদেরকে তারা প্রায় সময়ই বলতে শুনতেন- একজন নবীর আবির্ভাব অত্যাসন্ন। তাই তারা এখন একে অপরকে বলতে লাগলেন- হে আমার কওম! খোদার কসম- আমার মনে হয় ইনিই সেই নবী। ইহুদিরা যার কথা তোমাদেরকে বলত। তাই তারা যেন তোমাদের আগে তাঁর কাছে আসতে না পারে। তখন তারা সবাই তাঁর ডাকে সাড়া দিলেন। তাকে সত্যায়ন করলেন। তারা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললেন- আমরা আমাদের কওমকে এমন অবস্থায় রেখে এসেছি যে, গোটা পৃথিবীতে আর কোনো কওম নেই যাদের নিজেদের মাঝে এতটা বিদ্বেষ আর দুশমনি বিরাজমান।
হয়তো আল্লাহ তাআলা তাদেরকে আপনার মাধ্যমে একই সুতোয় গেঁথে দিবেন। আমরা এখন তাদের কাছে গিয়ে আপনার দিকে আহ্বান করব। তাদের কাছে আমরা সেই দীন পেশ করব যেই দীন আমরা এখন কবুল করে নিলাম। যদি আল্লাহ তাআলা তাদেরকে এক করে দেন- তবে গোটা পৃথিবীতে তখন আর আপনার চেয়ে অধিক ইযযতওয়ালা কেউ থাকবে না।
তখন তারা ঈমানদার ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সত্যায়নকারী হয়ে নিজেদের কওমের কাছে ফিরে গেল। তারা মদীনায় গিয়ে স্বগোত্রীয় লোকদের মাঝে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে আলোচনা করল। তাদেরকে তারা ইসলামের দিকে আহবান করল। তখন দেখতে না দেখতে তাদের মাঝে ইসলাম ছড়িয়ে পড়ল। গোটা মদীনার প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে আলোচনা চলতে লাগল ।
আকাবার প্রথম বাইআত
পরের বছর আউস ও খাযরাজ থেকে আনসারদের বারোজন লোক হজ্জের মৌসুমে মক্কায় এলেন। তারা প্রথম আকাবায় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে মিলিত হলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে তাওহীদের ওপর এবং চুরি, যিনা, সন্তান হত্যা থেকে বেঁচে থাকা ও সৎকাজে আনুগত্যের বাইআত নিলেন। ফিরে যাওয়ার সময় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সঙ্গে মুসআব বিন উমাইর রা. কে পাঠিয়ে দিলেন।
তিনি তাকে মদীনার ইসলাম শিক্ষা দিতে বললেন। দীনের ব্যাপারে তাদেরকে অভিজ্ঞ ও অবগত করার নির্দেশ দিলেন। আর সেই কারণে মদীনায় তাকে 'কারী' বলে ডাকা হতো। তিনি মদীনাতে আসআদ বিন যুরারা রা. এর ঘরে মেহমান হলেন। লোকদেরকে নিয়ে তিনি নামায আদায় করতেন।