নবীজীর মদিনায় আগমন - Arrival of Nabiji in Medina
06:25:19 12/10/2023
নবীজীর মদিনায় আগমন ও মাদানী জীবন : মদীনা কীভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বরণ করে নিয়েছিল? মদীনায় আনসারদের কাছে সংবাদ পৌঁছে গিয়েছিল যে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদীনার উদ্দেশে বের হয়ে গিয়েছেন। তাই তারা প্রতিদিন ফজরের নামায আদায় করার পরে মদীনার খোলা ময়দানে বেরিয়ে এসে দূর মরুদিগন্তে চাতকের মতো চেয়ে থাকতেন নবীজীর প্রত্যাশায় । দেখতে দেখতে যখন দুপুর গড়িয়ে রৌদ্রতাপ প্রচণ্ড মারমূর্তি ধারণ করত, তখন তারা ধীরে ধীরে ব্যর্থমনোরথে ঘরের পথে বা বাড়াতেন। আর গ্রীষ্মকাল ছিল তখন তার যৌবনে।
প্রতিদিনের মতো সেদিনও সমস্ত মানুষ সুদীর্ঘ অপেক্ষার পরে বাড়িতে ফিরে গিয়েছিল। এমন সময় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মানবীয় মূর্তি মদীনা থেকে গোচরীভূত হলো। আগ থেকেই ইহুদিরা আনসারদের কর্মকাণ্ড প্রত্যক্ষ করে আসছিল। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর সর্বপ্রথম চোখ পড়ল এক ইহুদির। সে তখন উচ্চস্বরে চিৎকার করে উঠল। আনসাররা জানতে পারল, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে গিয়েছেন। ভালোবাসার জোয়ারের আবেগ নিয়ে তারা ছুটে গেলেন প্রিয় নবীজীর কাছে। তিনি তখন একটি খেজুর গাছের ছায়ায় বসা ছিলেন।
তাঁর সঙ্গে ছিলেন সিদ্দীকে আকবর রা.। একদিকে উভয়ের বয়স অনেকটা কাছাকাছি ছিল; পাশাপাশি অধিকাংশ মানুষই এর আগে কোনোদিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখেছিল না; যার কারণে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবু বকর রা. এর মাঝে তাদের পক্ষে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়ালো। আবু বকর রা. তাদের অবস্থা বুঝতে পেরে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গিয়ে নিজের চাদর দ্বারা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ছায়া দিতে লাগলেন। তখন মানুষ প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে চিনতে পারল।
তখন সেখানে প্রায় পাঁচশত আনসার ছিলেন। তারা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সিদ্দীকে আকবর রা. কে বরণ করে নিলেন। আনসাররা তাদের কাছে এসে বললেন, নিরাপদে আপনারা চলুন। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সিদ্দীকে আকবর রা. তাদের সামনে চলতে লাগলেন। অতঃপর গোটা মদীনাবাসী ঘরের বাইরে বেরিয়ে এলো। নারীরা তাদের ঘরের ছাদে বসে তাকিয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল, তিনি কে? তিনি কে? আনাস রা. বলেন, এমন হাসিখুশিভরা একটি দিনের দৃশ্য আমি আর জীবনেও কোনোদিন দেখিনি ।
রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গীকে নিয়ে চলতে লাগলেন। অনেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানাতে লাগল। শিশুরা ও খাদিমরা বলতে লাগল- আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে গেছেন! আল্লাহু আকবর! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে গেছেন। আল্লাহু আকবর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে গেছেন। আল্লাহু আকবর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে গেছেন।
সাহাবী বারা বিন আযিব রা. বলেন, সেদিন মদীনাবাসীরা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে পেয়ে এতটা খুশি আর আবেগাপ্লুত হয়েছিল যে, আমি জীবনে কোনোদিন তাদেরকে আর কোনো কিছুতে এতটা আনন্দিত হতে দেখিনি। এমনকি দাসীরাও সেদিন বলতে শুরু করেছিল- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে গেছেন!
মুসলমানরা সেদিন আনন্দে ভেসে বেড়াতে লাগলেন। সেদিন তারা এতটা আনন্দিত হয়েছিলেন, তাদের জীবনে সত্যিকার অর্থে এতটা আনন্দিত আর কোনোদিনও হননি । মদীনা ছিল আনন্দমুখর আর প্রাণ-চাঞ্চল্যে উচ্ছ্বসিত ছিল। সে সেদিন উচ্ছাসে নাঁচছিল। ছোট ছোট আনসার বালিকারা আবেগাপ্লুত হয়ে গাইছিল
طلع البدر علينا من ثنيات الوداع
وجب الشكر علينا ما دعا الله داع
সাহাবী আনাস বিন মালেক রা.- তিনি তখন অল্প বয়সের ছেলে ছিলেন- বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন মদীনায় আসেন সেদিনটি আমার খুব ভালো করেই মনে আছে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের সেই দিনটির মতো আলোকিত আর সুন্দর দিন আমি আমার গোটা যিন্দিগিতে আর কখনো কোথাও দেখিনি।
● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন