রূপচর্চায় খনিজ উপাদানের উপকারিতা - Benefits of Minerals in Skin Care
00:29:54 12/14/2023
রূপচর্চায় খনিজ উপাদানের উপকারিতা : দুটো ছোট প্রসাধন কোম্পানি শিলা খনি থেকে এমন কিছু প্রাকৃতিক খনিজ উপাদান আবিষ্কার করেছে যা দিয়ে মেকআপ করলে ত্বকে কোনো অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হবে না, ত্বক হবে কোমল ও সুন্দর। বাজারে রূপচর্চার জন্য যেসব প্রসাধন সামগ্রী পাওয়া যায় সে সবের সাথে আবিষ্কৃত খনিজগুলোর পার্থক্য হলো- এই সব খনিজে সুগন্ধি তেল কিংবা কোনো ক্রিমযুক্ত তরল পদার্থ নেই যাতে ত্বকে চুলকানিসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
তাহলে এই সব রঙিন পাউডারে কী রয়েছে? লা বেলাডোনা কোম্পানির আবিষ্কৃত প্রসাধনে রয়েছে টিটেনিয়াম ডাই-অক্সাইড এবং আয়রন অক্সাইড নামে দুটো সাদা খনিজ যা সানস্ক্রিন হিসেবে কাজ করে থাকে। খনিজ দুটোতে রয়েছে সান প্রোটেকশন ফ্যাক্টর বা এসপিএফ ১৫। প্রদাহ দমন করে এমন গুণও রয়েছে এতে। প্রসাধনের মধ্যে রয়েছে মাইকা বা অভ্র নামক খনিজ উপাদান যা ময়েশ্চারাইজার ধারণ করে। মুখ, গাল ও চোখের পণ্যে এটা মেশানো হয়।
রয়েছে বিসমাথ অক্সিক্লোরাইড নামক উপাদান যা ত্বককে সুরক্ষা করে। রঙিন উপাদানগুলো আসছে ম্যাগনেসিয়াম কিংবা ক্রোমিয়াম হাইড্রোক্সাইড থেকে। ম্যাগনেসিয়াম থেকে আসছে বেগুনি এবং নীল রং, ক্রোমিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে সাদা রং। একই ভাবে ফেরি সায়ানাইড থেকে আসছে নীল, কারমাইন থেকে লাল এবং ফেরিক অ্যামোনিয়াম থেকে সবুজ রং।
এসব উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। উপাদানগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য কোনো রাসায়নিক দ্রব্যের প্রয়োজন হয় না, যাতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে।