আকর্ষণীয় উপস্থিতি - Best Presentation
15:24:19 12/09/2023
আকর্ষণীয় উপস্থিতি
বক্তৃতার সুন্দর উপস্থিতির বিষয়টি ও গুরুত্বপূর্ণ। সুতরাং-
১. ঠিক সময় উপস্থিত হতে হবে।
২. সমাবেশ বা আলোচনা সভায় শুরুতে উপস্থিত হতে না পারলেও ঠিক কখন এবং কয়টায় উপস্থিত হবেন, তা পূর্বেই সভাকে অবহিত করার ব্যবস্থা করতে হবে। আপনার উপস্থিতির বিষয়ে আয়োজক এবং দর্শকদের নিশ্চিত করতে হবে ।
৩. সভাকক্ষে কিংবা মঞ্চে আগমনকালে যদি অপর কেউ বক্তৃতারত না থাকে, তাহলে উপস্থিত শ্রোতা দর্শকদের সাথে সালাম বিনিময় করতে পারেন। হাসি মুখে প্রবেশ করতে হবে। হাত নেড়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে যেতে হবে।
৪. পরিবেশ ও সময় থাকলে তাদের বলুন, আপনারা ভাল আছেন তো?
৫. সুযোগ ও অবকাশ থাকলে মঞ্চে উপবিষ্ট অন্যদের সাথে মুসাফাহা করতে হবে এবং ফাঁকা থাকলে মুআনাকা করে কুশল বিনিময় করতে
পারেন।
৬. এবার নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এমন আসন গ্রহণ করা যাবে না, যা পরিবর্তনের সম্ভাবনা আছে।
৭. বসার পর কিছুক্ষণ হাস্যোজ্জ্বল ও প্রফুল্ল থাকুন ।