বিশ্বের কোন দেশে ধর্ষণের সংখ্যা বেশি? - Best Rape Country
03:23:02 12/10/2023
বিশ্বের কোন দেশে ধর্ষণের সংখ্যা বেশি? : উন্নত বিশ্বের শীর্ষ অবস্থানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে নৈমিত্যিক সংঘটিত নারী ধর্ষণের হার সমগ্র বিশ্বে রেকর্ড যা কেউ স্পর্শও করতে পারবে না। ১৯৯০ সালের এফবিআই-এর দেয়া পরিসংখ্যান অনুযায়ী গোটা আমেরিকা জুড়ে প্রতিদিন গড়ে ১৭৫৬ জন নারী ধর্ষণের শিকার হয়। পরবর্তী পর্যায়ে আরো একটি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন সংঘটিত ধর্ষণ অপরাধের সংখ্যা ১৯০০ উল্লেখ করা হয়েছে। রিপোর্টে সাল উল্লেখ করা হয়নি তবে অনুমান করা হয় তা ১৯৯২/১৯৯৩ সালের কথা। হয়তো আমেরিকানরা এ ব্যাপারে পরবর্তী দু'তিন বছরে আরো 'সাহসী' হয়ে উঠেছে।
এবার একটা কাল্পনীক দৃশ্যপট ধরা যাক- আমেরিকান নারী সমাজ ইসলামী হিজাব পালন করছে। যখনি কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাচ্ছে, কোনো অশ্লীল চিন্তা মনে এসে যেতে পারে ভাবার সঙ্গে সঙ্গে সে তার দৃষ্টিকে নীচে নামিয়ে নিচ্ছে। রাস্তা ঘাটে যেখানেই কোনো নারী দৃশ্যমান হচ্ছে, কব্জী পর্যন্ত তার দুটি হাত আর সামান্য সাদামাটা সাজগোজহীন মুখমণ্ডলের কিনানংশ ব্যাস, বাকি অংশ সব ঢিলাঢালা হিজাবে ঢাকা। তদুপরি রাষ্ট্রীয় বিধান এমন যে, যদি কোনো পুরুষ ধর্ষণের অপরাধ করে তার শাস্তি জনসমক্ষে প্রকাশ্য মৃত্যুদণ্ড।
এখন আপনাকে প্রশ্ন করছি, গোটা পরিবেশটা যদি বাস্তবেই এমন হয় তাহলে আমেরিকার এই নারী ধর্ষণের ভয়ঙ্কর চিত্র আরো বৃদ্ধি পাবে, না একই অবস্থানে থাকবে? নাকি কমে যাবে এবং কমতে কমতে একদিন এই জঘণ্য অপরাধ শূন্যের কোটায় নেমে আসবে।
ইসলামী শরীয়তের পূর্ণ বিধান কার্যকর হলে ধর্ষণের হার নিঃশেষ হয়ে যাবে খুব স্বাভাবিক ভাবেই। যেহেতু শরীয়তের বিধানাবলী, মানুষেরই জন্য তাদের সৃষ্টিকর্তার মনোনীত বিধিবিধান। তা যদি বাস্তবায়ন হয় তাহলে তার ফলাফল কল্যাণী অমিয় ধারা হয়ে বেরিয়ে আসতে শুরু করবে। ইসলামী শরীয়ত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় পৃথিবীর যে কোনো ভূখণ্ডে তা আমেরিকাই হোক অথবা ইউরোপ বা পৃথিবীর অন্য যে কোনো দেশে। তার প্রথম প্রতিক্রিয়া হবে এই যে, সে দেশের গোটা সমাজ একসাথে বুক ভরে স্বি নিঃশ্বাস নিতে পারবে।
কাজেই 'হিজাব' নারীকে অসম্মানি করেনি বরং সম্মানের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। আর সংরক্ষণ করেছে তার শালীনতা ও পবিত্রতা।
●হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন