শিশুর পেট ব্যথার কারণ - Causes of baby's stomach ache
14:55:59 12/13/2023
শিশুর পেট ব্যথার কারণ : শিশুর পেট ব্যথা কদাচিৎ কিছু অবস্থার সঙ্গে সম্পৃক্ত। যেমন মায়ের দুধ, তৈরি খাবারের অসহনীয়তা কিংবা অস্ত্রের গ্যাস। তথ্যটি জানিয়েছেন বেইলর কলেজ অব মেডিসিনের অন্তর্গত শিশুদের পুষ্টি গবেষণা কেন্দ্রের শিশু বিশেষজ্ঞ ডা. রবার্ট শুলমান। শিশুর পেট ব্যথা খুব সাধারণ একটি অবস্থা। ৩ সপ্তাহ থেকে ২ মাস বয়সী শিশুদের প্রায় এক চতুর্থাংশ শিশু পেট ব্যথায় আক্রান্ত হয়। এ ক্ষেত্রে সাধারণত শিশু হঠাৎ করে কান্না শুরু করে দেয়। এক ঘণ্টা পর্যন্ত কান্না স্থায়ী হতে পারে। সাধারণত বিকালের শেষের দিকে অথবা সন্ধ্যাবেলাতে তার এই কান্না শুরু হয়। সুখের কথা হলো ২-৩ মাস বয়সে তার এ সব উপসর্গ থাকে না।
শিশুর পেট ব্যথাজনিত এই কান্নার সময়ে শিশুকে শান্ত করতে ডা. শুলমান কিছু পরামর্শ দিয়েছেন। পরামর্শ হলো- এ সময়ে শিশুকে কিছুটা উদ্দীপনা যোগাবেন। কিছু শিশুকে কোলে নিয়ে ধীরে ধীরে পায়চারি করলে শিশু স্বাচ্ছন্দ্যবোধ করে এবং কান্না থামিয়ে দেয়, অন্য শিশুদের মোটরগাড়িতে চড়ালে শান্ত হয় এবং শিশু ঘুমিয়ে পড়ে। শিশু কাঁদলে বা ব্যথায় চিৎকার করলে এসব করার পাশাপাশি আপনি শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে দ্বিধা বা ইতস্তত করবেন না। শিশুর যদি অন্য কোনো কারণে পেটে ব্যথা হয় তাহলে চিকিৎসকই তা নির্ণয় করবেন।
শিশু কখন ঘুমাতে শুরু করবে
আপনি যদি নতুন বাবা বা মা হন তাহলে স্বভাবতই আপনার মনে প্রশ্ন জাগে, রাতে কত তাড়াতাড়ি আমার শিশু ঘুমাবে? এ ব্যাপারে ইউনিভার্সিটি অব টেক্সাসের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এবং মেমোরিয়াল হারমান হসপিটাল স্লিপ ডিসঅর্ডার সেন্টারের পরিচালক ডা. রিচার্ড জে. ক্যাসট্রিওটা দীর্ঘ এক গবেষণায় দেখেছেন যে শিশুদের ঘুমের কিছু প্যাটার্ন বা ধরন রয়েছে।
বেশিরভাগ শিশু তাদের ৬ মাস বয়সে রাতে ঘুমিয়ে কাটায়। শিশুর ঘুমের এই স্থায়িত্ব নির্ভর করে তার শেষ আহারের ওপর। ক্ষুধা লাগলে শিশু ঘুম থেকে জেগে উঠবে। অধিকাংশ নবজাতকের দৈনিক প্রায় ১৪ ঘন্টা ঘুমের প্রয়োজন। ৬ মাস থেকে ১২ মাস বয়সে এই ঘুমের মাত্রা কমে দৈনিক ১২ ঘণ্টাতে দাঁড়ায় ।
ডা. ক্যাসটিওটা বলেন, শিশু যদি দীর্ঘক্ষণ কাঁদে তাহলে বুঝতে হবে তার সমস্যা রয়েছে। সুতরাং শিশুকে ঘুম পাড়ানোর সময় ভালোমতো তার বিছানা পরীক্ষা করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঘুমের অভ্যাসের উন্নতি ঘটবে যখন আপনার শিশু শক্ত খাবারের জন্য উপযোগী হবে এবং আপনার কাছ থেকে ঘুমের ব্যাপারস্যাপারগুলো শিখবে। শিশুর ঘুম নিয়ে এখনই আপনার দুশ্চিন্তার কিছু নেই। আপনি শুধু খেয়াল রাখবেন তার বিছানা যথেষ্ট আরামদায়ক কিনা।
অতিরিক্ত ওজনের শিশুর লিভার ক্ষতি হবার সম্ভাবনা থাকে
আপনার শিশুর দেহে যদি ইতোমধ্যে চর্বি জমা হয়ে থাকে তাহলে তা কতটা ক্ষতিকর কাজ হয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। শৈশবকালের স্থূলতা বাচ্চাদের প্রধান যে রোগ ঘটিয়ে থাকে তা হলো লিভার বা যকৃতের রোগ। আর টিনএজের কোনো ছেলেমেয়ে যদি মোটা শরীর নিয়ে খুব সামান্য পরিমাণও অ্যালকোহল পান করে তাহলে তার পরিণাম হবে আরো ভয়াবহ। সে ভুগতে থাকবে দীর্ঘস্থায়ী লিভারের সমস্যায়। এসব তথ্য জানা গেছে সাম্প্রতিক গবেষণা থেকে।
টিনএজের মোটা ছেলেমেয়েদের লিভারে প্রদাহ হবার ঝুঁকি বাড়তে থাকে । লিভারে চর্বি জমা হয়ে এবং অধিকাংশ সময় স্কার টিস্যু গঠিত হয়ে লিভারের মারাত্মক রোগ যেমন সিরোসিসে আক্রান্ত হবার ঝুঁকি বাড়িয়ে তোলে। শেষ জীবনে তার সিরোসিস দেখা দেয়। স্থূলতা শুধু লিভারের অসুখেরই ঝুঁকিপূর্ণ বিষয় নয়, স্থূলতার জন্য আরও কিছু অসুখ ঘটে থাকে যেমন- ডায়াবেটিস, হৃদরোগ প্রভৃতি।
● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন