Narrow selection

​​​​​​​শিশুর পোশাক ও পরিচ্ছন্নতা - Children's clothing and hygiene


06:05:25 12/10/2023

শিশুর পোশাক ও পরিচ্ছন্নতা : শিশুকে ঘিরেই বাবা মায়ের সকল স্বপ্ন, শিশুকে বাবা-মায়েরা নানারকম পোশাক পরাতে ভালোবাসেন। কিন্তু সকল পোশাক হয়ত শিশুর জন্য আরামদায়ক নয় । পোশাক নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম শিশুর প্রয়োজন ও আরামের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।

সম্পূর্ণ সুভির মা পরালে বাচ্চাদের ভালো হয়। সিন্থেটিক কাপড়ের মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে না। তাতে ঘাম জমে আরও বেশি গরম লাগে। পাতলা এবং ঢিলেঢালা পোশাক শিশুর জন্য খুবই আরামদায়ক। আঁটসাঁট পোশাক কখনই পরাবেন না। বাড়িতে হোক কিংবা বিয়ে বাড়ি বা পার্টিতে শিশুর আরামের দিকে লক্ষ্য রেখে পোশাক নির্বাচন করবেন।

গরমের দিনেও বাচ্চাকে খালি গায়ে বা প্যান্ট না পরিয়ে রাখবেন না। এতে বাচ্চার অভ্যাস খারাপ হতে পারে। হাতা ছাড়া পাতলা কাপড় পরাবেন। আর শীতের দিনে এমন কাপড় পরাবেন না যাতে বাচ্চার হাঁসফাঁস না লাগে। এমন কোনো পশমি কাপড় পরাবেন না যাতে বাচ্চার নরম ত্বকে আঘাত পায়। খুব নরম গরমের কাপড় পরাবেন।

বাচ্চার প্যান্টের ইলাস্টিক যাতে শক্ত হয়ে শরীরে এটে বা বসে সেদিকে লক্ষ্য রাখবেন। অনেক সময় মোজা বা প্যান্টের ইলাস্টিক শক্ত হয়ে রক্ত জমে যায়। এ ব্যাপারে সাবধান হওয়া প্রয়োজন। তেমন মনে করলে ফিতা বেঁধে প্যান্ট পড়াবেন।

বাচ্চাকে রাবারের জুতা না পরানোই ভালো। মেয়েরা আবার শিশু বয়স থেকেই গয়না পরতে ভালোবাসে। কিন্তু এ ব্যাপারেও সাবধানতা প্রয়োজন। পুঁতির মালা শিশুর নাকে মুখে ঢুকে যেতে পারে। আর কাঁচের চুড়ি ভেঙে গেলে হাত কেটে যেতে পারে। তাছাড়া মেটালের গয়না থেকে শিশুর নরম ত্বকে কনট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। সুতরাং গয়না পরানোর ব্যাপারে সাবধান। শিশুদের একদিন পর পর সাবান দিয়ে গোসল করানো প্রয়োজন। সেই সাথে চুলে শ্যাম্পুও ব্যবহার করবেন। প্রয়োজনে শিশুর গায়ে পাউডার দিবেন। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত পাউডার জমে যেন ময়লা তৈরি না হয়। গোসলের আগে তেল মালিশ করতে পারেন। শিশুর চুল ছোট করে কেটে রাখলে ভালো এবং অবশ্যই নিয়মিত চুল আচড়াবেন। 

রোদ থেকে যথাসম্ভব দূরে রাখবেন এবং বেশি ঘামলে তোয়ালে দিয়ে ঘাম মুছে দিয়ে কাপড় বদলে দিবেন। শিশুর কাপড় ধোয়ার ব্যাপারেও কিছু সতর্কতা অবলম্বন প্রয়োজন। শিশুর কাপড় আলাদা করে ধোবেন এবং শুকাতে দিবেন। সম্ভব হলে শুকনা কাপড় ইস্ত্রি করে নিবেন। শিশুর খাবারের ব্যাপারে সতর্কতা ও নিয়ম মেনে চলার মতো পোশাক পরিচ্ছদ ও পরিচ্ছন্নতার দিকেও লক্ষ্য রাখলে শিশু সুস্থ হয়ে বেড়ে উঠবে।

 

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color