ইলমে ফিকহ সংকলন - Compilation of Ilme Fiqh
03:02:59 12/10/2023
ইলমে ফিকহ সংকলন : উলূমে ইসলামিয়ার সুচনা যদিও ইসলামের সাথে সাথেই হয়েছে। অহী অবতীর্ণ হওয়ার যুগ থেকেই আকাইদ, তাফসীর, হাদীস ও ফিকহের তা'লীম শুরু হয়েছে। কিন্তু একটি বিশেষ ধারা ও বিন্যাসের সাথে নবুওয়াত যুগে ও খুলাফায়ে রাশেদীনের যুগে এগুলো সংকলিত হয়নি এবং স্বতন্ত বিদ্যার আকার ধারণ করেনি। দ্বিতীয় শতাব্দী হিজরীতে এগুলোর সংকলন ও বিন্যাস আরম্ভ হয়। যারা এসব বিশেষ বিদ্যাকে নতুন পদ্ধতিতে বিন্যস্ত করেছেন তাদেরকেই সেগুলোর বানী বা স্থপতি বলে। এ কারণেই ইমাম আবু হানীফা (রহঃ) -কে ইলমে ফিকহের স্থপতি বলা হয় ।
ইমাম আবু হানীফা (রহঃ) সর্ব প্রথম ইলমে শরীয়ত সংকলন করেন। সাহাবায়ে কিরাম এবং অন্য কোন তাবেঈ ইলমে শরীয়ততে ফিকহী পদ্ধতিতে বিন্যস্ত করে রেখে যাননি। কারণ, তাদের স্মরণ শক্তির উপরই তাদের বেশী ইতমিনান ছিল। কিন্তু ইমাম আবু হানীফা (রহঃ) যখন দেখলেন সাহাবা ও তাবেঈন বিভিন্ন ইসলামী রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। ফলে ইলমে শরীয়তও বিক্ষিপ্ত এবং পরবর্তীদের স্মরণশক্তিও দুর্বল হয়ে পড়েছে, এজন্য তিনি ইলমে শরীয়ত তথা ইলমে ফিকহ বা ইলমে আহকাম সংকলন করার প্রয়োজন অনুভব করেন। ফলে তিনি তার এক হাজার শিষ্যের মধ্য হতে ৪০ জন বড় বড় মুজতাহিদ আলিমকে ফিক্হ সংকলনের জন্য মনোনীত করেন।
এই ৪০ জন রীতিমত ইলমে ফিক্হ সংকলনের কাজে দায়িত্বশীল হিসেবে অংশগ্রহণ করতেন। তাঁদের ছাড়া অন্যান্য মুহাদ্দিস ফুকাহাও হাদীস ফিকহ সম্পর্কে আলোচনা করতেন, শুনতেন এবং নিজেদের রায় প্রকাশ করতেন। ইমাম সাহেব ইলমে ফিকহ সংকলনের কাজে যে সুমহান ঐতিহাসিক কীর্তি স্থাপন করেছেন এর নজির অনৈসলামিক ইতিহাসেও খুঁজে পাওয়া যায় না।
ইমাম আবু হানীফার রচনাবলী :
ইমাম আবু হানীফা (রহঃ) -এর অনেক মূল্যবান রচনা রয়েছে। কয়েকটির নাম নিম্নে উল্লেখ করা হল-
১. কিতাবুর রায়।
২. কিতাবু ইখতিলাফিস সাহাবা
৩. কিতাবুল জামি'
৪. কিতাবুস সিয়ার
৫. আল-কিতাবুল আওসাত
৬. আল-ফিকহুল আকবার
৭. আল-ফিকহুল আবসাত
৮. কিতাবুল আলিমি ওয়াল মুতাআল্লিম
৯. কিতাবুর রাদ্দি আলাল কাদরিয়্যাহ
১০. রিসালাতুল ইমাম ইলা উসমান আল-বাততী ফিল ইরজা
১১. বিভিন্ন প্রকার চিঠি ও অসিয়ত ইত্যাদি ।