Narrow selection

​​​​​​​খ্রীষ্ট ধর্মে স্রষ্টার ধারণা - Concept of God in Christianity


03:24:17 12/10/2023

খ্রীষ্ট ধর্মে স্রষ্টার ধারণা : খৃষ্ট ধর্মে স্রষ্টার ধারণা আলোচনার পূর্বে আমি কিছু বিষয় পরিষ্কার করে নিতে চাই যে, ইসলাম হচ্ছে একমাত্র অখৃষ্টীয় বিশ্বাস যেখানে ঈসা (আ)-এর উপর বিশ্বাস করাটাকে তার নির্দিষ্ট বিশ্বাস ধর্ম হিসেবে নির্দিষ্ট করেছে। কোন মুসলিমই মুসলিম নয় যদি না সে যীশু বা ঈসা (আ)-এর উপর বিশ্বাস রাখে। আমরা বিশ্বাস করি যে, তিনি (ঈসা) ছিলেন সর্বশক্তিমান প্রভু আল্লাহ-এর বার্তাবাহক নবী। আমরা বিশ্বাস করি যে, তিনি ছিলেন 'মাসীহ' ... অনুবাদিত হয়ে হয়েছে 'খৃষ্ট'।

আমরা বিশ্বাস করি যে, তিনি কোন পুরুষ ব্যক্তির মধ্যাবর্তন ব্যতিরেকেই অলৌকিকভাবে জন্মলাভ করেছেন- যা আজকের অনেক আধুনিক খৃষ্টান ব্যক্তি বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে, তিনি স্রষ্টার অনুমতিক্রমে অনেক অন্ধ কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন। আমরা বিশ্বাস করি যে, স্রষ্টার অনুমতিতে তিনি অনেক মৃত লোকের জীবন দান করেছেন।

যীশু খ্রীষ্ট কখনো দেবত্ব দাবী করেননি

মুসলিম ও খৃষ্টান উভয়ে একত্রে চলছি। কিন্তু কতিপয় খৃষ্টান বলেন যে, 'যীশু খৃষ্ট (তার উপর শান্তি বর্ষিত হোক)- 'দেবত্ব' দাবী করেছেন।' বস্তুত: আপনি যদি বাইবেল পড়েন, সেখানে পুরো বাইবেলে এমন কোন একটি দ্ব্যর্থহীন স্পষ্ট উক্তি নেই যাতে যীশু স্বয়ং বলেছেন যে, তিনি স্রষ্টা / দেবতা অথবা তিনি কোথাও বলেছেন, 'আমার উপাসনা কর।' বস্তুত: যদি আপনি বাইবেল অধ্যয়ন করেন তবে দেখবেন, যীশু স্বয়ং বলেছেন- ইহা Gospel of John এ উল্লেখিত আছে। Gospel of John অধ্যায় নং-১৪,

পংক্তি নং-২৮ যে, "আমার পিতা আমার চেয়ে বড় অধ্যায় - শক্তি নং -২৮ যে, আমার পিতা আমার চেয়ে বড় Gospel of Matthew, অধ্যায় নং- ১২০, পংক্তি নং-২৮ আমি স্রষ্টার আত্নার দ্বারা  শয়তানকে পরিত্যাগ করেছি Gospel of Luke, অধ্যায়-১১, পংক্তি-২০, আমি স্রষ্টার হাত দ্বারা শয়তানকে পরিত্যাগ করেছি Gospel of John অধ্যায়-৫, পংক্তি-৩০, আমি যা শুনি, যা বিচার করি, তার কোনটিই আমি নিজে এককভাবে করতে পারি না।

আর আমার বিচার সঠিক হয় কেননা আমার নিজের ইচ্ছার অনুসন্ধান করি না বরং আমি আমার পিতার ইচ্ছার অনুসন্ধান ও কামনা করি কোন লোক যদি বলেন, 'আমি নিজের ইচ্ছা অনুসন্ধান করি না, করি আমার পিতার ইচ্ছার অনুসন্ধান - অর্থ "তার ইচ্ছা-অনিচ্ছাকে সর্বশক্তিমান স্রষ্টার প্রতি অনুগত করা। আর আপনি যদি এ বক্তব্যটিতে আরবীতে অনুবাদ করেন তবে প্রত্যয়টি হবে "ইসলাম"। আর যে লোক তাঁর নিজের ইচ্ছা-অনিচ্ছাকে পরমেশ্বর স্রষ্টার প্রতি অবনত, অনুগত করে তাকে বলে মুসলিম ।

যীশু কখনোই নবীদেরকে অস্বীকার বা নীতিমালা ভংগ করেননি। মূলত: তিনি এসেছেন তাদেরকে সুনিশ্চিত করতে। আর যীশু বলেন, Gospel of Matthew তে বর্ণিত আছে, অধ্যায় নং-৫, পংক্তি নং-১৯-২০। তিনি বলেন, 'ভেবো না যে আমি এসেছি আইন বা নবীদেরকে ধ্বংস করতে। উক্ত সব উক্তিই Bible এর King James ভার্সন থেকে নেয়া। যীশু বলেন,..... “ভেবো না যে আমি এসেছি আইন ও নবীদের ধ্বংস করতে। আমি ধ্বংস করতে আসিনি। পরিপূর্ণ করতে এসেছি। কারণ সবকিছু পরিপূর্ণতা না পাওয়া অবধি মৰ্ত্ত থেকে স্বর্গ পর্যন্ত আইনের কণামাত্রও ধ্বংসপ্রাপ্ত হবে না।

আর যে প্রত্যাদেশের ন্যূনতম আদেশও অমান্য বা ভঙ্গ করে আর মানুষকেও তা ভঙ্গ করতে শেখায়, সে স্বর্গের নিকৃষ্টতম বলে বিবেচিত হবে। আর যে ঐ প্রত্যাদেশনামা মান্য করবে এবং মানুষকে তা মান্য করা শেখাবে, সে স্বর্গরাজ্যের উৎকৃষ্ট বলে বিবেচিত হবে। যদি না আপনার ধার্মিকতা ধর্মনিষ্ঠ সম্প্রদায়ের (ইহুদী ধর্ম মতের) ধার্মিকতার চেয়ে শ্রেষ্ঠ হয়, কোন উপায়েই আপনি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবেন না।

যীশু বলেন যে, আপনি যদি স্বর্গে যেতে চান তাহলে আপনাকে Old Testament এর প্রতিটি আইনকে মান্য করতে হবে। এর মধ্যে রয়েছে... স্রষ্টা এক। তাঁর কোন অংশীদার নেই। তুমি স্রষ্টার কোন প্রতিকৃতি তৈরি করতে পারবে না।' আর যীশু তিনি কখনোই দাবী করেননি যে, তিনি হলেন পরমেশ্বর স্রষ্টা। বস্তুত: তিনি বলেছেন, তিনি স্রষ্টা কর্তৃক প্রেরিত Gospel of John-এ উল্লেখ আছে, অধ্যায় নং-১৪, পংক্তি নং-২৪ যীশু বলেন, ...যে বাণীগুলো আপনারা শুনছেন, এসব আমার বাণী নয়, বরং আমার পিতার বাণী, যিনি আমাকে পাঠিয়েছেন Gospel of John-এ উল্লেখ আছে যে, অধ্যায় নং-১৭, পক্তি নং-৩ এটি চূড়ান্ত জীবন, সুতরাং তুমি জানবে যে স্রষ্টা একজনই।

আর তিনি যীশু খৃষ্টকে পাঠিয়েছেন Book of Acts -এ এটি উল্লেখ আছে- অধ্যায়-২, পংক্তি-২২ যে, 'শোন হে ঈসরাঈলবাসী, বাণীগুলো শোন, নাযারাত যীশু- যাকে স্রষ্টা তোমাদের মাঝে তাঁর অনুমোদিত ব্যক্তি হিসেবে প্রেরণ করেছেন, অলৌকিক ও অভাবনীয় উপায়ে যা স্রষ্টা নিজেই করেছেন এবং তোমরাই তার স্বয়ং সাক্ষ্য।' এতে আরো বলা আছে, ... 'নাযারাত যীশু হলেন একজন মানুষ যিনি স্রষ্টা কর্তৃক অনুমোদিত

এবং এক অলৌকিক ও অভিনব উপায়ে তিনি নিজেই তা করেছেন আর তোমরা এ ঘটনার সাক্ষী। আর যখন যীশু কে জিজ্ঞাসা করা হলো যে, কোনটি স্রষ্টার পক্ষ থেকে প্রথম আদেশ?'- তিনি প্রত্যুত্তরে বললেন, যা পূর্বে মুসা (আ) বলেছিলেন। Gospel Mark এ উল্লেখ আছে, অধ্যায় নং-১২, পংক্তি নং-২৯, 'শোন হে ইসরাঈলবাসী, আমাদের প্রভু স্রষ্টা হলেন একজনই।

সুতরাং আপনি যদি বাইবেল অধ্যয়ন করেন, আপনি খ্রীষ্ট ধর্মে স্রষ্টার ধারণা সম্পর্কে জানতে পারবেন।

 

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color