ইহুদী ধর্মে স্রষ্টার ধারণা - Concept of God in Judaism
03:25:30 12/10/2023
ইহুদী ধর্মে স্রষ্টার ধারণা : এবার ইহুদীবাদে স্রষ্টার ধারণা ব্যাখ্যা করা যাক। Old Testament এর Book of Isaiah তে উল্লেখ আছে, অধ্যায়-৬, পংক্তি-৪, মূসা (আ) বলেছেন যে, 'শোন হে ইসরাঈলবাসী। আমাদের স্রষ্টা- তিনি একজনই"। Book of Isaiah তে উল্লেখ আছে, অধ্যায়-৪৩, পংক্তি নং-১১, ... "আমি আমিই হচ্ছি প্রভু, আমার পাশে আর কোন ত্রাণকর্তা নেই।' Book of Isalah- উল্লেখ আছে অধ্যায় নং-৪৫, পংক্তি নং-৫ 'আমিই প্রভু, আমার মত কেউ নেই।
আমার সমকক্ষ আর কেউ নেই।' Book of Isalah-তে বলা হয়েছে, অধ্যায় নং-৪৬, পংক্তি নং-৯ 'আমিই প্রভু, আর কেউ নেই। আমি প্রভু এবং আমার মত কেউ নেই। ইহা উল্লেখ রয়েছে- Book of Exodus-এ 'অধ্যায় নং ২০, পংকি নং-৩৩ ৫. একইভাবে রয়েছে Book of Dulerone তে, অধ্যায়-৫ পংক্তি নং- ৮-৯ বলা হয়েছে, “তুমি আমার পাশে আর কোন স্রষ্টা পাবে না। পরমেশ্বর প্রভু এখানে বলছেন যে, ... তুমি আমার পাশে কোন স্রষ্টা পাবে না।
তুমি এর কোন খোলাইকৃত মূর্তি বা সমরূপতা তৈরী করতে পারবে না উপরের স্বর্গে, নিচের ভূবনে এবং মাটির নিচের জলরাশিতে। সুতরাং তুমি তাদের সেবাও করবে না, তাদের কাছে বিনতও হবে না। কারণ আমিই স্রষ্টা এবং সর্বাত্মক উপাসনা অভিলাসী স্রষ্টা। সুতরাং আপনি যদি Old Testament পড়েন তবে আপনি ইহুদী ধর্মে স্রষ্টার ধারণা লাভ করতে পারবেন।