Narrow selection

মক্কা বিজয়ের ফলাফল - Conquest of Makkah results


03:26:51 12/10/2023

মক্কা বিজয়ের ফলাফল : মক্কা বিজয় ছিল ইসলামের জীবনের একটি অবিস্মরণীয় ঐতিহাসিক বিজয়। কারণ এই বিজয় আরবদের অন্তরে সুদূরপ্রসারী ও সুগভীর প্রভাব ফেলেছিল। আল্লাহ তাআলা এই বিজয়ের মাধ্যমে তাদের বন্ধ দ্বার হৃদয়গুলিকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। ফলে তারা দলে দলে ইসলামের ভেতরে দাখিল হয়েছিল। আর কোনো কোনো কবীলা ও কুরাইশের মাঝে মৈত্রীচুক্তি থাকার দরুন তারা এতদিন ইসলামে দাখিল হতে পারছিল না। 

কেননা কুরাইশদেরকে তারা ভয় পেত এবং তাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি তারা রক্ষার আপ্রাণ কোশেশ করত। কিন্তু মক্কা বিজয়ের পর তারা যখন স্বয়ং সেই কুরাইশদেরকেই ইসলামের চারপাশে ভিড়তে দেখল, তখন তাদের সামনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে গেল। আরবের কবীলাগুলো বিশ্বাস করত- মক্কা নগরীতে কোনো যালিম বাদশাহ কিংবা তাকে এমন কেউ জয় করতে পারবে না যার মধ্যে এতটুকু অসদুদ্দেশ্য থাকবে। এটার সর্বোৎকৃষ্ট প্রমাণ ছিল আবরাহা ও তার হস্তীবাহিনীর ঘটনা। আর তাই তারা বলত, তাকে (নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর কওমকে তাদের অবস্থার ওপর ছেড়ে দাও। একটি পরীক্ষা হয়ে যাবে- যদি তিনি তাদের ওপর বিজয় লাভ করেন, তবে তিনি সত্য নবী

তাই যখন আল্লাহ তাআলা তাঁর নবীর জন্য মক্কাকে পদানত করে দিলেন, কুরাইশরা খুশিমনে কিংবা বাধ্য হয়ে যেভাবেই হোক ইসলাম গ্রহণ করল। তখন আরবরা ইসলামের দিকে এতটা দুর্বল হয়ে পড়ল এবং এদিকে এতটা তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ল, যা ইতঃপূর্বে কখনো দেখা যায়নি। মানুষ দলে দলে ইসলামের ভেতরে দাখিল হতে লাগল । ** আল্লাহ তাআলার সত্য ঘোষণা: 15p (7) get all (ali also অর্থাৎ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবেন। [সূরা নাসর: ১-২]

তরুণ আমীর

মক্কা ত্যাগ করার পূর্বে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আত্তাব বিন উসাইদ রা. কে মক্কার প্রশাসনিক কর্মকাণ্ড ও মুসলমানদের হজ্জ-উমরা ইত্যাদি পরিচালনার জন্য আমীর নিযুক্ত করলেন। তখন তার বয়স বিশ বছরের কিছু কম বা বেশি হয়েছিল। অথচ তখন অনেক অনেক বয়োবৃদ্ধ মানুষ সেখানে বিদ্যমান ছিলেন। আর তাই এটার দ্বারাই বোঝা যায় নেতৃত্ব বয়সের সঙ্গে নয়; সামর্থ্য ও যোগ্যতার সঙ্গে সম্পৃক্ত। আবু বকর রা. এর খিলাফত কালেও তিনি মক্কার আমীর ছিলেন।

 

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color