Narrow selection

​​​​​​​মসজিদে নববী নির্মাণ - Construction of Nabvi in the mosque


06:22:44 12/10/2023

মসজিদে নববী নির্মাণের ইতিহাস : রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই আনসার বালক দু'জনকে ডেকে তাদের জায়গার দাম জিজ্ঞাসা করলেন। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনাকে এমনিতেই সেটা দিয়ে দিব। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের থেকে হাদিয়াস্বরূপ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। পরবর্তীতে তিনি তাই সেটা তাদের কাছ থেকে ক্রয় করে সেখানে মসজিদে নববী নির্মাণ করলেন।

মসজিদে নববী নির্মাণে প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও অংশ নিলেন । তিনি ইট বয়ে এনে দিতেন। মুসলমানরা তাঁর অনুসরণ করছিল। তিনি তখন মুখে বলছিলেন-

اللهم إن الأجر أجر الآخرة فارحم الأنصار والمهاجرة

অর্থাৎ হে আল্লাহ! আখিরাতের বিনিময়ই তো প্রকৃত বিনিময়। তাই আপনি আনসার ও মুহাজিরদের ওপর রহম করুন।

মুসলমানরাও তখন ছিলেন আনন্দে উদ্বেলিত। তারাও আনন্দ আর হাসিখুশির ভেলায় চড়ে বিভিন্ন কবিতা আবৃত্তি করছিলেন আর আল্লাহ তাআলার প্রশংসা করছিলেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু আইউব আনসারী রা. এর ঘরে দীর্ঘ সাত মাস অবস্থান করলেন। ৬ অতঃপর যখন মসজিদে নববী ও তাঁর ঘরের নির্মাণ কাজ সমাপ্ত হলো, তখন তিনি আবু আইউব আনসারীর ঘর থেকে নিজের ঘরে স্থানান্তরিত হলেন।

ধীরে ধীরে মক্কা থেকে সমস্ত মুসলমান মদীনায় গিয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে মিলিত হলেন। এখন আর মক্কায় কেবল ঐ সকল মুসলমান রয়ে গিয়েছিলেন- যারা ছিলেন অক্ষম; কিংবা অন্য কোনো সমস্যার কারণে যারা হিজরত করতে পারছিলেন না। গোটা মদীনায় আনসারদের প্রত্যেকটি ঘরের বাসিন্দারা মুসলমান হয়ে গিয়েছিল।

সাহিবে রিসালত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় এসে যেই মুবারক সংস্কারের ধারার শুভ উদ্বোধন করেছিলেন, তার একেবারে প্রাথমিক পর্যায়ের একটি ছিল মদীনার নামে পরিবর্তন। যদিও এটা বাহ্যত ছিল একটি সাধারণ ও স্বাভাবিক বিষয়। কেননা এটা শুধু শাব্দিক একটা পরিবর্তন ছিল। কিন্তু এটার ফলাফল ছিল সুদূরপ্রসারী। তাই নবুওতী দৃষ্টিভঙ্গিতে তিনি এটা সংস্কারের উদ্যোগ নিলেন। মদীনার আগের নাম ছিল 'ইয়াসরিব'। এটার কোনো সুন্দর অর্থ ছিল না।

কারণ ইয়াসরিব আরবি শব্দ। এর মূল বা আদ্যাক্ষর হলো 'সারব'। আর আরবিতে এর অর্থ হলো নিন্দা, তিরস্কার, ফিতনা ফাসাদ ইত্যাদি। তথাপি এই নামেই এ শহর গোটা পৃথিবীতে মাশহর ছিল। কুরআনে কারীমে এসেছে। অর্থাৎ এবং যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, এটা টিকবার মত জায়গা নয়, তোমরা ফিরে চল। [সূরা আহযাব: ১৩ |

সহীহ হাদীসে এসেছে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শহরের নাম ইয়াসরিব থেকে মদীনায় রূপান্তর করলেন। এবং তার সেই আগের নাম আর ব্যবহার করতে নিষেধ করে দিলেন। আর তিনি বললেন, এটা ২৬ তথা তায়্যিবাহ বা পবিত্র। ৩৮ সহীহ বুখারী শরীফের এক রেওয়ায়েতে এসেছে ২৮ এটা পবিত্র শহর ।

 

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color