দিওয়ানে মুতানব্বী এর মুছানিফ - Dewane Mutanabbih
03:20:07 12/10/2023
দিওয়ানে মুতানব্বী এর মুছানিফ : আহমাদ ইবনে হুসাইন মুতানাব্বী রহ.
জন্ম ও বংশ : নাম আহমদ। কুনিয়াত আৰু তাইয়িব। লকব মুতানাব্বী । পিতার নাম হুসাইন। তিনি কুফার কেন্দাহ নামক গ্রামে ৩০৩ হিঃ জন্মগ্রহণ করেন।
বাল্য জীবন : মুতানাব্বী বাল্যকালেই তাঁর পিতার সহিত কৃষ্ণা হতে সিরিয়ায় চলে যান। সেখানে তাঁর পিতার তত্ত্বাবধানে লালিত-পালিত হন।
শিক্ষা জীবনঃ লেখাপড়ার জন্য তাঁর পিতা তাঁকে ইবনে সিরাজ, আবুল হাসান আখফাশ, মুহাম্মদ ইবনে দুরায়েদ এবং আবু আলী ফার্সী প্রমূখ আলেমগণের খেদমতে পেশ করেন। তাঁদের সান্নিধ্যে থেকে পড়াশোনা করে তিনি যোগ্যতার স্বর্ণ শিখরে আরোহন করেন এবং তৎকালীন সাহিত্য জগতে একক ব্যক্তিত্বরূপে আত্মপ্রকাশ করেন।
নবুয়তের দাবী : মুতানাব্বী কালব গোত্রে থাকাকালীন সময়ে নবুয়তের দাবী করেন। আবু আলী ইবনে হামেদ বলেন, আমি হলবের একটি বিরাট জামাতের কাছে শুনেছি, মুতানাব্বী 'বাদিয়ায়ে ছামাওয়া' নামক স্থানে নবুয়তের দাবী করেছেন এবং তার কবিতাসমূহকে মুজিযা বলে আখ্যায়িত করেছেন। তাঁকে যখন বলা হত, প্রত্যেক নবীর উপর তো ওহী আসত; তোমার কাছেও কি ওহী এসেছে?” তখন সে সরলপ্রাণ গ্রাম্য মানুষদেরকে তাঁর মনগড়া কবিতা শুনিয়ে বলত, এটাই হল আমার উপর অবতারিত কুরআন।
তাঁর নবুয়তের দাবীর পর সিরিয়ায় গোত্রের পর গোত্র তাঁর হাতে বাইআত হতে থাকে । তখন বাদশাহ ইখতিশিদিয়ার নায়েব, হিমসের আমীর মুতানাব্বীকে গ্রেফতার করে জেলে আবদ্ধ করলেন। দীর্ঘদিন কারাবাসের পর মুতানাব্বী তওবা করে নেন। তওবার পর তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। এ নবুয়তী দাবী করার কারণেই তিনি মুতানাব্বী নামে পরিচিত হন। কেউ কেউ এছাড়া আরও কয়েকটি কারণও বর্ণনা করেন।
মৃত্যু : অবশেষে তিনি ২৮শে রমাযান বুধবার ৩৫৪হিজরীতে একান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া।
দিওয়ানে মুতানাব্বীঃ
সমকালীন কবিদের মাঝে মুতানাব্বীর অবস্থান যেরূপ ছিল, তাদের কাব্য গ্রন্থের মাঝেও দিওয়ানে মুতানাব্বীর অবস্থান ঠিক সেরূপ। ইমাম ওয়াহেদী তাঁর শরাহ এর শেষে লিখেন, এই কাব্য গ্রন্থটিতে পাঁচ হাজার চারশত চুরানব্বইটি শ্লোক রয়েছে। ছাহেবে কাশফ দিওয়ানে মুতানাব্বীর পরিচয় দিতে গিয়ে শ্লোকগুলোর বিস্তারিত বিবরণ হিসাবে বলেন, শামিয়াত ২৩৫২টি, সাইফিয়াত ১৫৪০টি, কাফুরিয়াত ৫২৮টি, খাকতয়্যাত ৩৫৮টি, শীরাজিয়াত ৩৫৭টি; এতে মোট শ্লোক সংখ্যা দাঁড়ায় ৫১৩৫টি। এর বহু শরাহ লেখা হয়েছে। যেমন, ০ শরহে দিওয়ানে মুতানাব্বী আবুল হাসান রহ. o তাছহীলুল বয়ান শরহে দিওয়ানে মুতানাব্বী- (উর্দু) মাওলানা যুলফিকার আলী দেওবন্দী রহ. 0 শরহে-দিওয়ানে মুতানাব্বী (উর্দু) -মাওলানা মুহাম্মদ আলী হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম ।