চুলে রং করলে কি ক্ষতি হয়? - Does hair dye harm?
06:09:58 12/10/2023
চুলে রং করলে কি ক্ষতি হয়? : কলপ বা কৃত্রিম রঙের ভালো দিক হচ্ছে ব্যবহারকারীর মানসিক আনন্দ। কলপ চুলের স্বাভাবিক স্বাস্থ্য, উজ্জ্বলতা নষ্ট করে দেয়। আর একবার কলপ ব্যবহার শুরু করলে তা বন্ধ করা কঠিন।
কলপ ব্যবহারে তা সরাসরি ত্বকে জ্বালা, পোড়া, চুলকানি, ফুসকুড়ি এবং প্রদাহ সৃষ্টি করতে পারে । প্রথমে কানের পিছনে প্রদাহ শুরু হয়, পরে ধীরে ধীরে তা বিস্তৃতি লাভ করে। এছাড়া অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং চুল পড়তে শুরু করতে পারে। তাছাড়া চুলের স্বাস্থ্যের ক্ষতির কথা পূর্বেই বলা হয়েছে।
কলপের গন্ধে সর্দি বা হাঁপানি থাকলে তা বেড়ে যেতে পারে এবং মাথাব্যথা হতে পারে। কলপ চোখের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চোখে লাগলে নানারকম বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে । এছাড়া বর্তমানে গবেষণায় কলপের সঙ্গে ত্বক ক্যান্সারের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। ত্বক কলপের রাসায়নিক দ্রব্য শুষে নিয়ে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে।
আমরা বাংলাদেশী, আমদের চুলের রং কালো। চুলের গোড়ায় অবস্থিত মেলানোসাইট কোষ থেকে নিঃসৃত মেনানিন নামক এক প্রকার কালো রঞ্জক পদার্থের কারণে চুল কালো হয়। বয়স বাড়ার সাথে সাথে মেলানিনের পরিমাণ কমে যায়, যার ফলে চুল সাদা হতে শুরু করে। স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে চুল সাদা হয় ।
চুল একবার পেকে সাদা হয়ে গেলে তা আর কোনোভাবে স্থায়ী কালো করা সম্ভব নয়। কলপ কিংবা কৃত্রিম রং ব্যবহারের মাধ্যমে অবশ্য চুল কালো করা যায়।
আজকাল শুধু চুল পেকে সাদা হলেই কলপ ব্যবহার করা হয় না, বরং কালো চুলকে নানা বর্ণের করতে কলপ ব্যবহৃত হচ্ছে। আজকাল ফ্যাশন হচ্ছে কালো চুল লালচে করে তোলা ।
কলপ কিংবা কৃত্রিম রং ব্যবহারের ক্ষতিকর দিক ভালোর চেয়ে অনেক বেশি। কিন্তু আমরা চটকদার বিজ্ঞাপনে আকর্ষিত হচ্ছি।
কলপ ব্যবহারে তাই সাবধান হওয়া প্রয়োজন। শুধু ফ্যাশনের ঝোঁকে কলপ ব্যবহার না করাই ভালো। সৃষ্টিকর্তা প্রদত্ত চুলের রং মেনে নিয়ে সুখী থাকলে চুলে কৃত্রিম রং বা কলপ ব্যবহারের প্রয়োজন হবে না।
● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন