Narrow selection

হামযা রা. এর ইসলাম গ্রহণ Hamza Ra. Its acceptance of Islam


03:48:59 12/11/2023

হামযা রা. এর ইসলাম গ্রহণ

আবু জাহল একদিন সাফার পাশ দিয়ে যাওয়ার সময় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে গালি দিলো এবং তাকে কষ্ট দিলো। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কিছু না বলে ফিরে এলেন।

কিছুক্ষণ পরে হামযা বিন আব্দুল মুত্তালিব রা. শিকার থেকে তীর-ধনুক হাতে নিয়ে ফিরে এলেন। তিনি ছিলেন কুরাইশদের সবচেয়ে মর্যাদাবান যুবক । আব্দুল্লাহ ইবনে জাদআনের এক বাঁদী রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে আবু জাহলের দুর্ব্যবহারের কথা জানিয়ে দিলেন। এতে হামযা রা. দারুণ ক্ষিপ্ত হয়ে উঠলেন।

তিনি সরাসরি মসজিদে হারামে চলে গেলেন। দেখলেন- আবু জাহল কুরাইশের একটি দলের মাঝখানে বসা আছে। তিনি সরাসরি গিয়ে তার সামনে দাঁড়ালেন। ধনুক উচিয়ে সেটা দিয়ে প্রচণ্ডভাবে তাকে আঘাত করলেন। অতঃপর বললেন- তুমি তাকে গালি দিচ্ছ। যাও আমিও তাঁর ধর্মে ঢুকে গেছি। সে যা বলবে, আজ থেকে আমিও তা বলব। তখন আবু জাহল নীরব থাকল। হামযা রা. ইসলাম গ্রহণ করলেন। কুরাইশদের জন্য এটা ছিল একটি মারাত্মক আঘাত।

● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color