ইলমুল আকাইদ কাকে বলে? - Ilme Akaid Kake Bole
03:13:02 12/10/2023
ইলমুল আকাইদ কাকে বলে?
عقائد শব্দটি عقيدة এর বহুবচন। عقيدة বলা হয়, ইয়াকীন বা মনের দৃঢ় বিশ্বাসকে।
পরিভাষায় ইলমুল আকায়েদ হল-
هُوَ عِلَم يَقْتَدِرُ بِهِ عَلَى إِثْبَاتِ الْعَقَائِدِ الدِّينِيَّةِ بِإِبْرَادِ الْحُجَجِ
عَلَيْهَا وَدَفْعِ الشُّبْهَةِ عَنْهَا .
“ইলমে আকাইদ এমন এক জ্ঞান অর্জন করার নাম, যা দ্বারা দলীল-প্রমাণাদি স্থাপন করার মাধ্যমে দ্বীনী আকীদাসমূহকে প্রমাণ এবং তার সকল সংশয়-সন্দেহ দূর করা যায়। ইলমে আকাইদকে ইলমে কালামও বলা হয়।
উদ্দেশ্যঃ ইলমে আকাইদের উদ্দেশ্য হল, সহীহ আকীদার জ্ঞান অর্জন করতঃ ভ্রান্ত আকীদা হতে নিজেকে রক্ষা করা এবং ভ্রান্ত আকীদাকে দলীল-প্রমাণ দ্বারা খণ্ডন করে সমাজ ও জাতিকে তা হতে মুক্ত রাখার চেষ্টা করা।
আলোচ্য বিষয়ঃ মুতাকাদ্দেমীন উলামায়ে কিরামের মতে ইলমে কালামের আলোচ্য বিষয় হল, আল্লাহ তা'আলার জাত ও ছিফাত তথা তাঁর সত্তা ও গুণাবলী। আর মুতাআপৃথিরীন উলামায়ে কিরামের মতে ইলমে আকাইদের আলোচ্য বিষয় হল, দ্বীনী আকীদা ও বিশ্বাসসমূহ।
ইলমুল আকাইদ এর পাঠ্যকিতাবঃ আকীদাতুত ত্বহাবী শরহুল আকাইদ ।