ইলমুল বালাগাত কাকে বলে? - Ilme Balagat Kake Bole
03:10:06 12/10/2023
ইলমুল বালাগাত কাকে বলে?
সংজ্ঞাঃ بلاغت শব্দের আভিধানিক অর্থ- কোন কিছুর চূড়ান্তে পৌঁছা।
পারিভাষিক অর্থে বালাগাত
هُوَ عِلم يُبْحَثُ فِيهِ عَنْ أَحْوَالِ تَركِيبِ كَلامِ البَلَغَا. من حيث مُقْتَضَى الْحَالِ
“ইলমুল বালাগাত ঐ ইলমকে বলে, যাতে বুলাগা বা অলংকার শাস্ত্রবিশারদদের অবস্থার চাহিদা অনুসারে ব্যবহৃত বাক্য গঠনের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।”
আবার কারও কারও মতে ইলমে বালাগাত এমন কতগুলি নীতিমালা জানার নাম, যা দ্বারা অবস্থার চাহিদা অনুসারে বক্তব্য উপস্থাপন করা সম্ভব হয়।
উদ্দেশ্যঃ ইলমে বালাগাতের উদ্দেশ্য হলো, অবস্থার চাহিদার বিপরীত বাক্য ব্যবহার করা হতে বেঁচে থাকা।
আলোচ্য বিষয়ঃ শব্দ ও অর্থই হচ্ছে ইলমে বালাগাতের আলোচ্য বিষয়।
ইলমুল বালাগাতদ এর পাঠ্যকিতাবঃ তালখীছুল মিফতাহ্ ও দুরূসুল বালাগাত, মুখতাছারুল মা'আনী।
ইলমুল আদব
সংজ্ঞাঃ শব্দের আভিধানিক অর্থ- দাওয়াত, ডাকা, আহবান করা ইত্যাদি। তাছাড়া এ শব্দটি মনের প্রফুল্লতা, শিষ্টাচার এবং প্রত্যেক বস্তুকে তার আপন স্থানে রাখা প্রভৃতি ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আর পরিভাষায়
هُوَ عِلْمُ يُحْتَرَزُ بِهِ عَنْ جَمِيعِ أَنْوَاعِ الْخَطَاءِ فِي كَلَامِ الْعَرْبِ
لَفظًا وَكِتَابَةٌ .
অর্থাৎ ইলমুল আদব ঐ ইলমকে বলে, যার প্রতি লক্ষ্য রাখলে আরবী ভাষা লেখা ও বলার ক্ষেত্রে যাবতীয় ভুল-ত্রুটি থেকে নিরাপদে থাকা যায় ।
উদ্দেশ্যঃ ইলমুল আদাবের উদ্দেশ্য হলো, মনের ভাব অন্যের নিকট অতি উত্তমরূপে ব্যক্ত করা।
আলোচ্য বিষয়ঃ কারও কারও মতে ইলমুল আদাবের আলোচ্য বিষয় হল গদ্য। আবার কারও কারও মতে পদ্য। তাছাড়া কেউ কেউ বা কাব্য সম্পর্কে পরিচিতি লাভ করাকেও ইলমুল আদাবের আলোচ্য বিষয় বলে উল্লেখ করেছেন।
ইলমুল আদব -এর পাঠ্যকিতাবঃ দিওয়ানে হামাসাহ, আল মাকামাতুল হারীরিয়্যাহ, মু'জিযাত আল-কিরাআতুর রাশিদাহ্, মুফীদুত্ ত্বালিবীন । নাহাতুল আরব ও লামিয়াতুল আল কিরাআতুল ওয়াযিহাহ্
ইলমুল মানুতিক
منطق শব্দটি نطق শব্দ হতে উদ্ভূত। نطق শব্দের আভিধানিক অর্থ- কথা।
পারিভাষিক অর্থে-
المَنْطِقُ عِلم بِقَوَانِينَ تَعْصِمُ مَراعَتُهَا الَّذِهْنَ عَنِ الْخَطَاءِ فِي الفِكْرِ
অর্থাৎ ইলমে মাতিক এমন কতগুলি নীতিমালা জানার নাম, যা মেধা-মনন বা মস্তিস্ককে চিন্তা ও ধ্যান-ধারনার ভুল-ভ্রান্তি হতে রক্ষা করে।
উদ্দেশ্যঃ চিন্তাশক্তিকে ভুল-ভ্রান্তি হতে রক্ষা করা ।
আলোচ্য বিষয়ঃ ইলমুল মানতিকের আলোচ্য বিষয় হল, ঐ সকল জানা বিষয়, যা অজানা বিষয়ে জ্ঞান লাভ করতে সাহায্য করে।
ইলমুল মানতিক এর পাঠ্যকিতাবঃ সুল্লামুল উলূম, তাইসীরুল মানুতিক ছুগরা-কুবরা, শরহে তাহযীব, মিরকাত।
● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন